চট্টগ্রাম বন্দরের কনটেইনারে হঠাৎ আগুন, পণ্য পুড়ে ছাই

চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর গেইটে থাকা একটি ইলেক্ট্রিক্যাল পণ্যের কনটেইনারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই কনটেইনারে ইলেক্ট্রনিক্স জিনিসপত্র ও ব্যাটারি ছিল।

শুক্রবার (১৩ মে) ভোর সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

বন্দরে কর্মরত শ্রমিকরা প্রথমে ওই কনটেইনার থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয় তারা।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক আহম্মেদ সিকদার বলেন, ‘বন্দরে কনটেইনারে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে চট্টগ্রাম বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ছয়টি ইউনিট যোগ দেয়। আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘আগুন লাগা কনটেইনারটিতে ইলেকট্রনিক্স ও ইলেক্ট্রিক্যাল পণ্য ছিল। যেখানে ব্যাটারী জাতীয় পণ্যও রয়েছে। ওখানে থাকা পণ্য থেকেই আগুনের সুত্রপাত হয়েছে। আগুনে ৪০ ফুটের ওই কনটেইনার ছাড়া আর কোনো ক্ষতি হয়নি।’

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!