চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি হেলথ ক্যাম্প

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ফ্রি চিকিৎসা, ডায়বেটিস নির্ণয় ও ওষুধ বিতরণ ক্যাম্প উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের দাইয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দেড় শতাধিকের বেশি রোগীর জন্য এই ক্যাম্প পরিচালিত হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া তত্ত্বাবধানে এই ক্যাম্পে ৮ জন চিকিৎসক, ১০জন স্বাস্থ্যকর্মীসহ ফাউন্ডেশনের প্রায় ৩০জন স্বেচ্ছাসেবক কাজ করে যাচ্ছেন।

প্রতিমাসে চট্টগ্রামের বিভিন্ন স্থানে দুস্থ, নিম্ন, নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এই প্রসঙ্গে ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘আমরা প্রতিনিয়ত ক্যাম্পের পরিধি বাড়ানোর চেষ্টা করছি। ৫০ জন রোগীর মাধমে শুরু হওয়া এই ক্যাম্প বর্তমানে ২০০ জনের বেশি রোগীতে পৌঁছেছে। ইতোমধ্যে বিএসআরএম গ্রুপও আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছে৷ অন্যান্য প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে আসলে এই ক্যাম্পের মাধ্যমেই সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার যে ঘাটতি, তা অনেকাংশে পূরণ হবে।’

ক্যাম্পে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. সৈকত বড়ুয়া, ডা. মোতাহার হোসেন শাওন, বাবলা সৈকত সরকার, ফারুক চৌধুরী ফয়সাল, জয় বড়ুয়া, রমিজ উদ্দীন, ইঞ্জিনিয়ার অজয় কর সেবা প্রদান করেন।

স্বেচ্ছাসেবী সংগঠন দাইয়াপাড়া যুব সমাজ, এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল, মের্সাস পাওয়ার সোর্স ও রোটারেক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটির সহযোগিতায় ক্যাম্পে রোটারেক্ট শহিদুল, দিদারুল, নুসরাত ও বিশাখা দাশ, মেসার্স পাওয়ার সোর্সের মো. জাবেদ নজরুল ইসলাম, মো. নাহিয়ান, মো. রফিক, দাইয়াপাড়া যুব সমাজের মো. মোস্তফা নূর বিপ্লব, মো. আবু সৈয়দ, মো. মনিরুল ইসলাম, মো. এহসান উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!