চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ে মেয়র প্রার্থী ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন রোববার (১ মার্চ) সন্ধ্যায় দৈনিক চট্টগ্রাম প্রতিদিন কার্যালয়ে পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

শুভেচ্ছা বিনিময়কালে চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ পরিবেশনার নিরপেক্ষতার প্রশংসা করেন ডা. শাহাদাত।

এসময় চট্টগ্রাম প্রতিদিনের সংযুক্ত সম্পাদক মুক্তিযোদ্ধা অসিত সেন, ব্যবস্থাপনা সম্পাদক হাসান মাহমুদ আকবরীসহ প্রতিবেদকরা উপস্থিত ছিলেন।

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে ডা. শাহাদাত বলেন, নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে চায়, তবে সেনাবাহিনীকে শুধু ইবিএমের টেকনিক্যাল সাপোর্টের জন্য নিয়োগ করলে হবে না। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েই মাঠে নামাতে হবে। পাশাপাশি গোপন বুথে ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই দায়িত্বও দিতে হবে।

প্রিজাইডিং কর্মকর্তাদের জন্য সংরক্ষিত ভোট প্রদানের কৌটা কমিয়ে শতকরা ৫ ভাগ থেকে ১ ভাগে নামিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীদের সুবিধার্থে নির্বাচন কমিশন প্রিজাইডিং কর্মকর্তার হাতে ৫ ভাগ ভোট সংরক্ষিত রাখার বিধান করেছেন। বিগত নির্বাচনগুলোতে এই সংরক্ষিত ভোটের অপব্যবহার হয়েছে। এতে এই নির্বাচনে লক্ষাধিক ভোট তারা অনায়াসেই কারচুপি করতে পারবে।

আগের নির্বাচনে বহিরাগতরা সিটিতে এসে ভোটে প্রভাব বিস্তার করেছে বলে দাবি করে শাহাদাত বলেন, এই নির্বাচনে তা রোধ করতে হলে জাতীয় পরিচয়পত্রের কার্ড তদারকি করার পদক্ষেপ নিতে পারে প্রশাসন।

ভোট গ্রহণের তারিখ ২ দিন পেছানো দাবি জানিয়ে শাহাদাত আরও বলেন, ২৬ তারিখ স্বাধীনতা দিবসের ছুটি। ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। ২৯ তারিখ ভোট গ্রহণ হলে শহরে মানুষের উপস্থিতি থাকবে কম। তাই ২ দিন পিছিয়ে ৩১ মার্চ ভোট গ্রহণ হলে ভোটার উপস্থিতি আরো বাড়বে।

এ সময় ডা. শাহাদাতের সাথে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম আইনজীবী সমিতির সদ্য বিদায়ী সভাপতি এডভোকেট বদরুল আলম, নগর বিএনপির সহ-সভাপতি এমএ আজিজ, শফিকুর রহমান স্বপন, ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এসএম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইস্কান্দার মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, শাহাদাতের একান্ত সচিব মারুফ আহমেদ চৌধুরীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!