চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশের পর অর্ধশত স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

কক্সবাজার

চট্টগ্রাম প্রতিদিনে সংবাদ প্রকাশের পর কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে প্রায় অর্ধশত অবৈধ দোকান, বসতবাড়ি ও প্লটের সীমানা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দখলমুক্ত করা হয়েছে কোটি টাকা মূল্যের ৩টি সরকারি প্লট। এ সময় ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Administration-in-Cox's-Bazar

কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মোক্তার বলেন, ‘আটক প্রত্যেককে ৬ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। কক্সবাজার সদরে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হলেও ফের অবৈধ দখলে চলে যায় উচ্ছেদকৃত জায়গাগুলো। প্রশাসনের বিভিন্ন কাজের ব্যস্ততার সুযোগে দখলকারীরা ওইসব জায়গায় গড়ে তুলে অবৈধ স্থাপনা।’

উল্লেখ্য, গত ৬ নভেম্বর চট্টগ্রাম প্রতিদিনে ‘উত্তরে স্বেচ্ছাসেবকলীগ, দক্ষিণে যুবদল-কক্সবাজার সৈকতে দখলবাজি’ শীর্ষক সংবাদ প্রচারিত হয়েছিল।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!