চট্টগ্রাম নগরে বিদ্যুৎ সাশ্রয় অভিযানে জরিমানা গুনল ২২ প্রতিষ্ঠান

চট্টগ্রাম জেলা প্রশাসনের বিদ্যুৎ সাশ্রয় অভিযান অব্যাহত রয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে ২২ প্রতিষ্ঠানকে ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৯ আগস্ট) রাত ৮টার পর চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নগরীর কোতোয়ালী ও সাগরিকা মার্কেট এলাকায় ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের নেতৃত্ব অভিযান চালানো হয়। এ সময় বিদ্যুৎ অপচয় অপরাধে শুভ স্টিল, বাটা শোরুমসহ মোট আট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে নিউমার্কেটসহ আশপাশের এলাকায় অভিযানে বৈশাখী হোটেলকে ২ হাজার টাকা, মীম হাজি বিরিয়ানিকে ১ হাজার টাকা, শাহ সুন্দর স্টোরকে ১ হাজার টাকা, ফুলকলিকে ২ হাজার টাকা, হাজী বিরিয়ানিকে ৩ হাজার টাকা ও হোটেল এবিপিকে ২ হাজারসহ মোট পাঁচ মামলায় ১১ টাকা জরিমানা আদায় করা হয়।

অন্যদিকে ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী ও উমর ফারুকের নেতৃত্বে জামালখান, কাজির দেউড়ি ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে গোধুলী বেলা, ফলের দোকান, ধাভাসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আট মামলায় ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সিএম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!