চট্টগ্রাম নগরের শিক্ষা ও স্বাস্থ্যে হারানো গৌরব ফেরাতে কাজ করবেন সুজন

চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে চসিক প্রশাসক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনে শিক্ষা ও স্বাস্থ্য খাতে মহিউদ্দিন চৌধুরী যে সাফল্য দেখিয়েছেন বিগত সময়ে তা অনেকটাই পথ হারিয়েছে— এমন মন্তব্য করে সেই হারানো গৌরব ফেরাতে কাজ করবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন। পাশাপাশি চট্টগ্রামের আলোচিত ভাঙ্গা রাস্তাগুলোর মেরামত কাজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখার কথাও জানালেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এই সহসভাপতি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার প্রাক্কালে চট্টগ্রাম প্রতিদিনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন খোরশেদ আলম সুজন। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে না পারায় এবং গত নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পাওয়া পরিষদের মেয়াদ শেষ হওয়ায় আইন অনুযায়ী সুজনকে চসিকের প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে পরবর্তী ১৮০ দিনের জন্য চসিকের দায়িত্ব পালন করবেন তিনি।

চট্টগ্রাম প্রতিদিনকে চসিক প্রশাসক সুজন বলেন, ‘আমাদের প্রাক্তন মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী চসিকে যে শিক্ষা ও স্বাস্থ্য কর্মসূচির সূচনা করেছিলেন পরে সে কর্মসূচি পথ হারিয়ে ফেলেছিল। সেই হারানো সুবিধাগুলো আবারো মানুষের কাছে ফিরিয়ে দিতে আমি কাজ করবো। তবে প্রথমে নজর দেবো ভাঙ্গা রাস্তাগুলোর দিকে। কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা হাইজেনিক করার জন্যও কাজ করবো।’

এই দায়িত্বকে চট্টগ্রামবাসীর আমানত হিসেবে নেত্রীর দায়িত্ব হিসেবে উল্লেখ করে সুজন বলেন, ‘আমি বিশ্বস্ততার সাথে নেত্রীর দেওয়া দায়িত্ব পালন করবো। চট্টগ্রামবাসীর এই আমানতের খেয়ানত করবো না।’

দীর্ঘসময় ধরে চট্টগ্রামের বিভিন্ন নাগরিক দুর্ভোগ নিয়ে আন্দোলন করে আসছিলেন সুজন। এবারে স্বল্প সময়ের জন্য নগরকর্তার দায়িত্ব পেয়ে সে দুর্ভোগ লাঘবে কতোটুকু ভূমিকা রাখতে পারবেন— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাগরিক দুর্ভোগ নিয়ে আমার যে আন্দোলন সেটা চলমানই থাকবে। সিটি কর্পোরেশন হচ্ছে অনেকগুলো সেবাধর্মী প্রতিষ্ঠানের একটি। আমি আমার জীবনের সেরাটা দিয়ে চেষ্টা করবো চট্টগ্রামবাসীর দুর্ভোগ লাঘবে একটি স্বস্তিকর মানবিক শহর গড়ে তুলতে। ১৮০ দিন অনেকে বলছে কম সময়। কম সময়-বেশ সময় বুঝি না। আমি যতদিন সময় পাব প্রতিটা মুহূর্ত আমি কাজ করে যাব।’

‘হয়তো কাজ করতে গিয়ে আমার কোন ভুল হতে পারে। তবে এর মধ্যে কোন অসততা থাকবে না ইনশাআল্লাহ’— যোগ করেন খোরশেদ আলম সুজন।

৫০ বছরের সংগ্রামমুখর রাজনীতিতে এটিই খোরশেদ আলম সুজনের প্রথম প্রাপ্তি। বৃহস্পতিবার (৬ জুলাই) থেকে দায়িত্ব গ্রহণ করলেও তার সঙ্গী কারা হবে সেটি সম্পর্কে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘কাল দায়িত্ব নেয়ার পর আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করবো। সেখান থেকে যে নির্দেশনা দেওয়া হবে সে অনুযায়ী বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। এখন পর্যন্ত এই বিষয়ে কোন আলাপ আলোচনা হয়নি।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!