চট্টগ্রাম নগরীতেও মিলল ২৪ রাজাকারের খোঁজ

চট্টগ্রাম মহানগরীর ২৪ জন স্বাধীনতাবিরোধী রাজাকারের নাম পাওয়া গেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সদস্যদের নামের তালিকায়। নগরীর ডবলমুরিং, কোতোয়ালী, চান্দগাঁও, চকবাজার, ফিরিঙ্গিবাজার, পাঁচলাইশ ও আন্দরকিল্লায় এদের ঠিকানা। নিচে নামগুলো উল্লেখ করা হল—

১. ডবলমুরিং থানার উত্তর কাট্টলীর খাদেম আলীর পুত্র হাজী মাহমুদুন নবী চৌধুরী (পিডিপি)।
২. ডবলমুরিং থানার ফিরোজ শাহ কলোনির (ই/সি/১/১৭) মোহাম্মদ আজিমের পুত্র মোহাম্মদ হায়দার।
৩. কোতোয়ালী থানার আলকরণ এলাকার জামালউদ্দিন আহমেদের পুত্র মোহাম্মদ নুরুল্লাহ।
৪. কোতোয়ালী থানার এনায়েতবাজার এলাকার আমিনুল ইসলাম চৌধুরীর পুত্র মনজুর আহমেদ চৌধুরী।
৫. কোতোয়ালী থানার পাথরঘাটা বান্ডেল রোডের মোহাম্মদ খানের পুত্র কামাল উদ্দিন খান ওরফে কামাল উদ্দিন আহমেদ খান।
৬. চান্দগাঁও এলাকার সিদ্দিক আহমেদের পুত্র শরাফতউল্লাহ।
৭. চকবাজার এলাকার কেএমএস আলমের পুত্র একেএম রহিমুল আলম (পিডিপি)।
৮. ফিরিঙ্গিবাজারের আবদুল গণি দোভাষের পুত্র আবদুল মোমিন দোভাষ।
৯. আন্দরকিল্লা নবাব সিরাজউদ্দৌলা সড়কের খান বাহাদুর ফজলুল কাদেরের পুত্র ক্যাপ্টেন মোহাম্মদ বখতেয়ার।
১০. পাঁচলাইশ থানার শুলকবহরের ফজলুর রহমানের পুত্র কবির আহমেদ কন্ট্রাকটর।
১১. পাঁচলাইশ থানার জালালাবাদ এলাকার মীর মোহাম্মদ ইদ্রিসের পুত্র মীর মোহাম্মদ শোয়েব।
১২. তজু মিয়া (পাঁচলাইশ থানার মামলা নম্বর ৫০(১)৭২)
১৩. গুরা মিয়া (পাঁচলাইশ থানার মামলা নম্বর ৫০(১)৭২)
১৪. জমির আহমদ (পাঁচলাইশ থানার মামলা নম্বর ৫১ (১)৭২)
১৫. আহমদ হোসাইন (পাঁচলাইশ থানার মামলা নম্বর ৫২(১)৭২)
১৬. মীর হোসাইন (পাঁচলাইশ থানার মামলা নম্বর ১৯(৩)৭২)
১৭. শফি আহমেদ (পাঁচলাইশ থানার মামলা নম্বর ৫৬(১)৭২)
১৮. সিরাজুল হক (পাঁচলাইশ থানার মামলা নম্বর ১৯(৩)৭২)
১৯. আবদুল করিম (পাঁচলাইশ থানার মামলা নম্বর ১৯(৩)৭২)
২০. আহমদ হোসাইন (পাঁচলাইশ থানার মামলা নম্বর ৫৬(১)৭২)
২১. আবদুল মান্নাফ (পাঁচলাইশ থানার মামলা নম্বর ৫(১)৭২)
২২. মোহাম্মদ ইসহাক (পাঁচলাইশ থানার মামলা নম্বর ৯৩(২)৭২)
২৩. নুরুল হক (পাঁচলাইশ থানার মামলা নম্বর ১৯(৩)৭২)
২৪. নুরুল ইসলাম (পাঁচলাইশ থানার মামলা নম্বর ২৫(১)৭২)

প্রসঙ্গত, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে যারা পাক হানাদার বাহিনীকে পথঘাট চেনাতে ও মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সহযোগিতা করেছে, তাদের নামের তালিকা প্রকাশ করেছে সরকার। প্রথম দফায় ১০ হাজার ৭৮৯ রাজাকার, আলবদর ও আলশামসের নাম প্রকাশ করা হয়েছে। যাচাই-বাচাই করে ধাপে-ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!