চট্টগ্রাম থেকে বাগেরহাট গিয়েই বাসস্ট্যান্ডে চিরনিদ্রায় বৃদ্ধা, স্বজন কারও খোঁজ মেলেনি

চট্টগ্রাম থেকে রওনা হয়ে বাসে করে একাই বাগেরহাটের শরণখোলায় চলে যান এক বৃদ্ধা। দুপুরের দিকে বাসস্ট্যান্ডে নামার পরে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এর কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। বিকেল পর্যন্ত ওই বৃদ্ধার মৃতদেহ পরিবহন কাউন্টারের সামনেই পড়ে ছিল।

এমন ঘটনা ঘটেছে বুধবার (২৩ মার্চ) বিকেলে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ডে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নিহত আজিয়া বেগম একাই চট্টগ্রাম থেকে রোহান পরিবহনে শরণখোলায় আসেন। দুপুর ১টার দিকে স্ট্যান্ডে নামার পরে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এর কিছুক্ষণ পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার সঙ্গে থাকা পলিথিনের ব্যাগে কাপড়, একটি ইনহেলার ও কিছু ওষুধ পাওয়া গেছে।

প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। এতে তার নাম আজিয়া বেগম বলে জানা যায়। তিনি শরণখোলা উপজেলার খাদা গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।

শরণখোলা থানার পরিদর্শক সুব্রত কুমার জানান, মৃতদেহটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে তার স্বজনদের খোঁজ করা হচ্ছে। না পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বৃদ্ধার সঙ্গে যেসব ওষুধপত্র পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে তিনি অ্যাজমা রোগে ভুগছিলেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!