চট্টগ্রাম থেকে ঢাকায় গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা ও মোবাইল ফোন খোয়ালেন মো. ফারুক হোসেন (৩০) নামের এক যুবক।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৪টার দিকে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

ফারুক হোসেনকে নিয়ে আসা তার খালা পারভিন আক্তার বলেন, ‘ফারুক চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করে। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বাসের মধ্যে পাশের সিটে বসে থাকা ব্যক্তি কৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা ১৯ হাজার টাকা ও একটি স্মার্ট মোবাইল নিয়ে যায়। পরে সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় তাকে নামিয়ে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘ফারুকের কাছে থাকা অন্য বাটন মোবাইল দিয়ে আমাদের খবর দিলে আমরা এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আমার ভাগিনা বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি আছে।’

তিনি আরও বলেন, ফারুক হোসেন খুলনা জেলার দাকোপ থানার ভোজনখালি গ্রামের ফুল মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, যাত্রাবাড়ী থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক যুবক ঢামেকে এসেছে। পরে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি তার কাছে থাকা ১৯ হাজার টাকা একটি স্মার্ট মোবাইল অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!