চট্টগ্রাম টেস্টে ভয় নেই বৃষ্টির

প্রায় নয় মাস পরে দেশের মাটিতে কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে একমাত্র সিরিজের টেস্টে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। সমুদ্রে তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় অনেকের মনে প্রশ্ন দেখা দেয় ম্যাচটি বৃষ্টি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু চট্টগ্রাম আবহাওয়া অফিস জানালো বৃষ্টির কারণে টেস্ট ম্যাচে কোন রকম বিঘ্ন ঘটার সম্ভাবনা নেই।

চট্টগ্রাম প্রতিদিনকে রাত ১০টায় চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের প্রধান পূর্বাভাস কর্মকর্তা শেখ ফরিদ আহমেদ বলেন, ‘বেলা ১১ টা ১২ টার মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে। তবে তা খেলায় খুব বেশি প্রভাব ফেলবে না। সেই সাথে আগামী পাঁচদিন চট্টগ্রামে যে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাতে করে টেস্ট ম্যাচে কোন সমস্যা সৃষ্টি করবে না।’

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সমুদ্রে তিন নম্বর সতর্কতা সংকেত জানিয়ে দেয়া হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে চট্টগ্রামে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে চলবে বৃহস্পতিবার অর্থাৎ চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের সকাল অবধি। তাতে টস বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকলেও দিনের বাকি সময়ের আবহাওয়া খেলার অনুকূলেই থাকবে। টেস্টের বাকি দিনগুলোতেও হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও তা পরিমাণে খুবই অল্পই থাকবে।

এর আগে, ২০১৫ সালের পরে বৃষ্টি বাধায় একটি টেস্ট ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। সেবার দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে দুই ম্যাচ সিরিজের প্রথমটি গড়িয়েছিল বন্দর নগরী চট্টগ্রামে। প্রথম দিনটি ভালোই কেটেছিল। দ্বিতীয় দিন থেকে হানা দিয়েছিল বৃষ্টি। তৃতীয় দিনে শেষ সেশন আর বল মাঠে গড়ায়নি। চতুর্থ দিনেও গড়ায়নি একটি বলও। ম্যাচ অফিসিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করলে ড্র তে শেষ হয় চট্টগ্রাম টেস্ট।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!