চট্টগ্রাম-জামালপুর রুটে বুধবার থেকে চলবে পার্সেল ওয়ান ট্রেন

১০টি স্টেশন থেকে তুলবে খাদ্যপণ্য

চট্টগ্রাম পুরাতন রেলস্টেশন থেকে ‘পার্সেল ওয়ান’ নামে একটি মালবাহী ট্রেন চলাচল শুরু করবে। চট্টগ্রাম-জামালপুর রুটের এ ট্রেনে শুধুমাত্র খাদ্যপণ্য পরিবহন করা হবে। ৬ মে (বুধবার) বিকেল ৩টায় প্রথম ট্রেন জামালপুরের উদ্দেশ্য চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে।

চট্টগ্রাম রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর ঢাকা-চট্টগ্রাম রুটের ট্রেনটি ১০টি স্টেশন থেকে খাদ্যপণ্য তুলবে বলে চট্টগ্রাম প্রতিদিনকে জানান জিআরপি থানার ওসি মোস্তাফিজ ভুঁইয়া।

তিনি বলেন, ‘পার্সেল ওয়ান নামের ট্রেনটি ৬ মে বিকেল ৩টায় পুরাতন রেল স্টেশন ছেড়ে যাবে জামালপুরের উদ্দেশ্যে। এটি চট্টগ্রাম হয়ে ঢাকা এবং ময়মনসিংহ হয়ে জামালপুর সরিষাবাড়ি রেলস্টেশনে পৌঁছবে। এরমধ্যে এটি কুমিরা, সীতাকুণ্ড, ফাজিলপুর, চিনকী আস্তানা, ফেনী, গুনবতী, হাসানপুর, নাঙ্গলকোট, লাকসাম ও কুমিল্লা রেলস্টেশন থেকেও ভোগ্যপণ্য নেবে।’

জানা যায়, এসব স্টেশন থেকে মালামাল নিয়ে পার্সেল ওয়ান ট্রেনটি চট্টগ্রাম-ঢাকা-ময়মনসিংহ-জামালপুর সরিষাবাড়ী স্টেশনে পৌঁছবে পরদিন ৭ মে ভোর ৪ টায়।

মুআ/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!