চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নাসুম টি-টোয়েন্টি দলের নতুন মুখ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলের সর্বশেষ মৌসুমে স্লগ ওভারে দুর্দান্ত বল করার পুরস্কার পেলেন সিলেটের নাসুম আহমেদ। যদিও টি-টোয়েন্টি ক্যারিয়ারে সর্বমোট ১৭টি ম্যাচ খেলা নাসুমের উইকেটের পরিসংখ্যান তাঁর হয়ে কথা বলবে না। মাত্র ৮ উইকেট শিকারী নাসুম উইকেট শিকারের চেয়ে রান দেয়ায় কৃপণতা দেখানোয় জাতীয় দলে নিয়ে আসে তাকে।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হচ্ছে শুক্রবার। এরপরই বাংলাদেশের সঙ্গে তাদের দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই লড়াইয়ে টাইগারদের নেতৃত্বে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বৃহস্পতিবার ঘোষিত দলে আছেন ঘরোয়া ক্রিকেটে ভালো খেলা নাসুম আহমেদ। বাঁহাতি এই স্পিনারই দলের মূল চমক। ওয়ানডের পর চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলেও ফিরলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সঙ্গতভাবেই দলে ফিরলেন মুশফিকুর রহিম।

পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্ত।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাইফ। দ্বিতীয় ম্যাচে ছিলেন বিশ্রামে। টি-টোয়েন্টি দলেও ফিরলেন এই অলরাউন্ডার। যদিও গত বিপিএলে সেভাবে চমক দেখাতে পারেননি নাসুম। তবে পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করেছেন। ১৩ ম্যাচে নেন ৬ উইকেট। ওভার প্রতি দেন ৭.২৬ রান। তার পথ ধরে ডাক পেলেন জাতীয় দলে।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৯ মার্চ, মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। পরের ম্যাচ ১১ মার্চ, একই মাঠে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!