চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বেগুনি-কালো জার্সিতে গেইলকে দেখা যাবে দুই ম্যাচে

বঙ্গবন্ধু বিপিএলে প্রথমে খেলতে রাজি না থাকলেও পরে দরকষাকষি করে মাত্র দুই ম্যাচের জন্য ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে পাচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সেটিও আবার আসরের শেষভাগে। সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিসিবি পরিচালক ও দলটির টেকনিক্যাল ডিরেক্টর জালাল ইউনুসই বিষয়টি জানান।

বিপিএলের আগের ছয়টি আসরই মাতিয়েছেন গেইল। দেশি-বিদেশি খেলোয়াড় মিলিয়ে এ টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে কম বলে সেঞ্চুরি, সবচেয়ে কম বলে ফিফটি- এমন দারুণ সব রেকর্ড আছে বাঁহাতি ওপেনারের। ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান গেইলকে ১ লাখ ডলারে (বাংলাদেশি টাকায় ৮৫ লাখ) ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে দলে নেয় চট্টগ্রাম। ড্রাফট সম্পন্ন হওয়ার কিছুদিন পর জানা যায় গেইল নিজেই জানেন না তিনি বিপিএল খেলবেন! ড্রাফটে নাম কীভাবে এলো সে প্রশ্নও ছুঁড়ে দেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা। শেষ পর্যন্ত গেইল খেলতে রাজি হলেও এবার তার বাংলাদেশ সফরটা খুবই সংক্ষিপ্ত।

এদিকে, আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হওয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সি বেগুনি ও কালো রঙের সমন্বয়ে তৈরি করা হয়েছে। যা অ্যাওয়ে ম্যাচে গায়ে জড়িয়ে নামবে দলটির ক্রিকেটাররা। আর চট্টগ্রামে ঘরের মাঠে হোম জার্সিতে থাকবে নীলের ছোঁয়া। দলের জার্সি উন্মোচন করেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যবস্থাপনা পরিচালক কে এম রিফাতুজ্জামান, ভাইস চেয়ারম্যান সাজনিন খান, টিম ডিরেক্টর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস, চিফ অপারেটিং অফিসার সৈয়দ ইয়াসির আলম ও স্পন্সর প্রতিষ্ঠান একমির পরিচালক ফাহিম সিনহা। উল্লেখ্য, এবারের বিপিএলে প্রথম দল হিসেবে বেশ ঘটা করে জার্সি উন্মোচন করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

আসন্ন বিপিএল-কে ঘিরে নিজেদের লক্ষ্যের কথা জানান, দলের সিনিয়র ক্রিকেটার (সম্ভাব্য অধিনায়ক) মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, এনামুল হক জুনিয়র, নূরুল হাসান সোহান ও জুবায়ের হোসেন লিখন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশি ক্রিকেটার রায়াদ এমরিত, রায়ান বার্ল, আভিস্কা ফার্নান্ডো ও কোচিং স্টাফের সদস্যরা।

একই অনুষ্ঠানে ঘোষণা করা হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অফিসিয়াল পার্টনারদের নাম। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছে আখতার গ্রুপ। এছাড়াও পৃষ্ঠপোষকতা করছে একমি, ডেলটা ফার্নিচার, জেট পেইন্টস, মিনিস্টার এসি, সেইলর, প্রোটন, ওল্ডটাউন হোয়াইট কফি ও শাওমি। রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও ফুর্তি।

১১ ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রতিপক্ষ সিলেট থান্ডার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!