চট্টগ্রাম গণহত্যা দিবসে নিহতদের স্মরণে দোয়া মাহফিল

চট্টগ্রাম গণহত্যা দিবস উপলক্ষে নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক ইয়াসির আরাফাতের উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।

এতে আলোচনায় বক্তারা বলেন, ৩৫ বছর আগে স্বৈরাচার এরশাদ সরকার আমলে ১৯৮৮ সালের এইদিনে ঐতিহাসিক লালদীঘির ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভা ভণ্ডুলের জন্য গুলি চালায়। এতে তখন ২৪ জন লোকের মৃত্যু হয়। নেতাকর্মীরা মানবপ্রাচীর তৈরি করে সেদিন শেখ হাসিনাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। সেই থেকে এই দিনটি চট্টগ্রাম গণহত্যা দিবস হিসেবে ইতিহাসের একটি কলঙ্কিত দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মো. তৈয়ব।

এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য ডাক্তার হোসেন আহমেদ যুবলীগ নেতা আহসানুল হক ডিউক, মীর মো. ইকবাল, শুভ দাশ, আলী আকবর মহিম, মাতাবর সোহাগ, ইমদাদুর রহমান রিয়াদ, টারজেন দাশ, ইন্দ্রজিৎ ভট্টাচার্য, শাহদাত আহমেদ, শাহরিয়ার শুভ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!