চট্টগ্রাম কাস্টমস হাউসের রাসায়নিক পরীক্ষাগারে আগুন

চট্টগ্রাম কাস্টম হাউসের রসায়নিক পরীক্ষাগার ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বন্দর ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত তাৎক্ষণিক জানা যায়নি।

ফায়ার সার্ভিস আগ্রাবাদের উপপরিচালক জসিম উদ্দিন জানান, রাসায়নিক পরীক্ষাগার ভবনের নিচতলায় কম্পিউটার ও বিভিন্ন নথিপত্রে আগুন লেগেছে। আগুন লাগার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয় নি। কারণ আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও ফিরেন নি। তারা আসলে বিস্তারিত জানা যাবে।

জানা গেছে, ওই ভবনে একটি ব্যাংকের শাখা, নমুনা শাখা, রাসায়নিক পরীক্ষাগার, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সার্ভারসহ গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে।

এএস/এসএ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!