চট্টগ্রাম কারাগার/ বন্দিদের জামিনের তথ্য ফটকের মনিটরে

আদালত থেকে জামিন আদেশ আসার পরও বিভিন্ন সময় আইনি জটিলতায় চট্টগ্রাম কারাগার থেকে অনেক আসামির মুক্তি মিলতো না। কিন্তু আদালতের জামিন আদেশ শুনে কারাফটকে দীর্ঘক্ষণ অপেক্ষায় স্বজনদের হতাশ হয়ে বাসায় ফিরতে হতো। তবে এখন থেকে সেই প্রতীক্ষা আর করতে হবে না।

দিনে দুই বেলায় কোন কোন বন্দি জামিনে মুক্তি পাবেন তা মুক্তির কয়েক ঘণ্টা আগেই কারাফটকের ডিজিটাল মনিটরে প্রদর্শিত হবে। শুধু কারফটকে থাকা বন্দির স্বজনরা এই তথ্য দেখবেন তা নয় কারা অভ্যন্তরে থাকা মুক্তির অপেক্ষায় থাকা বন্দিরাও সেখানে থাকা অপর ডিজিটাল মনিটরে জামিন বা মুক্তির তথ্য দেখার সুযোগ পাবেন। বাংলাদেশের কারাগারগুলোর মধ্যে এটিই প্রথম উদ্যোগ বলে জানা গেছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ বলেন, ‘আদালত থেকে জামিন আদেশ আসলেও অনেক সময় আইনি জটিলতায় অনেক বন্দিকে মুক্তি দিতে পারি না। তখন ওইসব বন্দির স্বজনরা দীর্ঘক্ষণ কারা ফটকে অপক্ষো করেও হতাশ হয়ে ফিরে যান। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে চট্টগ্রামেই প্রথম জামিনে মুক্তিপ্রাপ্ত বন্দিদের আগাম তথ্য ডিজিটাল মনিটরে প্রদর্শন করা হচ্ছে। শুধু কারাগারের মূল ফটকে না কারাগারের ভেতরও যেখানে বন্দিরা অপেক্ষমাণ থাকে সেখানেও একই তথ্য দেখানো হয়।’

কারাগারের নিজস্ব অর্থায়নে গত মাসের ১৫ তারিখ থেকে এই উদ্যোগটি চালু হয়েছে বলে জানান জেলার নাশির আহমেদ।

কারা কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাবেক পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, ‘কারা কর্তৃপক্ষের এই উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাই। মনিটরে দেখার ফলে বন্দি ও তার স্বজনরা কয়েকঘণ্টা আগেই টেনশনমুক্ত হবে। অন্যদিকে যদি কোনও কারণে মনিটরে না প্রদর্শিত না হয় তাহলে আইনজীবীর সঙ্গে আলাপ করে তা সমাধান করার সময় পাবেন অফিস চলাকালীন সময়েই।’

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!