চট্টগ্রাম কারাগারে একদিনেই দুই বন্দির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে একদিনেই দুই হাজতির মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন খাগড়াছড়ি কারাগার থেকে আসার পর আর অন্যজন চট্টগ্রাম কারাগারে নিয়মিত বন্দি হলেও দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

তারা হলেন, খাগড়াছড়ি জেলা সদরের ধরণী ত্রিপুরার স্ত্রী বিলাতি ত্রিপুরা (৪৫) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নুরুল ইসলামের ছেলে ওমর ফারুক (৫৭)।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত দেড়টার দিকে হঠাৎ ওমর ফারুকের বুকে ব্যাথা উঠলে তাকে প্রথমে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান। তার হাজতী নম্বর- ৬৩৬৮।

অন্যদিকে, জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে খাগড়াছড়ি কারাগার থেকে আসার পর হাসপাতালেই মারা যান বিলাতি ত্রিপুরা। তিনি মারামারি ও ভাঙচুরের অভিযোগে খাগড়াছড়ি সদর থানায় গত এপ্রিলে দায়ের হওয়া একটি মামলার খাগড়াছড়ি কারাগারে বন্দি হিসেবে ছিলেন।

এডি/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!