চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ছাত্রের লাশ উদ্ধার মিরসরাই নাপিত্তাছড়া ঝরনায়

নিখোঁজের প্রায় ৪০ ঘন্টা পর চট্টগ্রাম কলেজিয়েট পাবলিক স্কুলের ছাত্র তৌফিক আহম্মেদ তারেকের (২০) লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১১টায় উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ছাগলখাইয়া এলাকায় নাপিত্তাছরা থেকে তার মরদেহ উদ্ধার করে মিরসরাই থানায় নিয়ে আসা হয়েছে।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

স্থানীয় সালাহ উদ্দিন অপু জানান, মঙ্গলবার সকালে ছরায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ নিয়ে গেছে।

এর আগে সোমবার (২০ জুন) বিকাল ৪টার নাগাদ নিখোঁজ দুই সহোদরের একজন তানভীরের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে এক সাথে দুই সহোদর তাদের এক বন্ধুকে নিয়ে ঘুরতে আসে মিরসরাইয়ের নাপিত্তাছড়া ঝরনায়।

গত রোববার (১৯ জুন) বিকেলে তারা তিনজনই নিখোঁজ হলে দিবাগত রাতে ঝরনা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার সকালে তৌফিক আহম্মেদ তারেক, মাসুদ আহম্মেদ তানভীর ও ইশতিয়াকুর রহমান প্রান্ত চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে নাপিত্তাছড়া ঝরনা দেখার উদ্দেশ্যে বের হয়।

এরপর তারা ঝরনা এলাকার একটি খাবার দোকানে নিজেদের ব্যাগ রেখে ঝরনার চূড়ায় উঠে। এরপর তারা তিনজনই নিখোঁজ হয়।

ঝরনার দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিষয়টি মিরসরাই থানাকে থানাকে।

এরপর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রাত ৮টার দিকে নিখোঁজ ইশতিয়াকের মরদেহ উদ্ধার করে।

নিহত ইশতিয়াক চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লকের বাসিন্দা জনতা ব্যাংকের মহা ব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ জাকারিয়ার ছেলে।

ইশতিয়াকের বাবা মোহাম্মদ জাকারিয়া অভিযোগ করেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে। তারা যদি এই বৃষ্টির মধ্যে ছেলেদের বাঁধা দিত তাহলে এভাবে তাদের হারাতে হতো না। তারা টিকেট বিক্রি করছে। অথচ কোনো গাইডের ব্যবস্থা রাখেনি।

নিহত তানভীর ও তারেকের মামা মো. তৌহিদুল ইসলাম সুমন বলেন, ‘একসাথে দুটি ছেলেকে হারাতে হবে কোনদিন চিন্তা করতে পারেনি। দুলাভাই (তারেক-তানভীরের বাবা) অসুস্থ হয়ে বাসায় থাকে। পড়াশোনা শেষ করে দুই ছেলে সংসারের হাল ধরার কথা। অথচ দুজনই চলে গেল।’

নিহত তানভীর চট্টগ্রাম নগরীর ইউএসটিসি’র স্নাতকের ছাত্র এবং তারেক চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করেছে। তাদের বাবা সাহাব উদ্দিন ব্যবসায়ী।

নিহত ইশতিয়াক তাদের ঘনিষ্ঠ বন্ধু। সে চট্টগ্রাম ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!