চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

এবার করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা।

বৃহস্পতিবার (৯ জুলাই) নমুনা পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর পারিবারিক সিদ্ধান্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে চমেক হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত বলেন, ‘বেশ কিছুদিন ধরে তিনি জ্বর-কাশিতে ভুগছিলেন। এজন্য তিনি করোনা পরীক্ষা করান। করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসায় উনাকে চমেকে ভর্তি করা হয়েছে। উনি শারীরিকভাবে সুস্থই আছেন। শুধু জ্বর ছিল। সেটাও এখন নেই।’

উল্লেখ্য, শেখ আতাউর রহমান আতা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সজ্জন নেতা হিসেবে পরিচিত। এক সময় জেলা ছাত্রলীগের শীর্ষ পদে থাকা এই নেতা দীর্ঘসময় রাজনীতি ছেড়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। পরে আবার শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে ফিরে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পান তিনি। গত সম্মেলনে কাউন্সিলরদের ভোটে জয়ী হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন আতা।

এআরটি/এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!