চট্টগ্রাম ইপিজেডের গার্মেন্টস কর্মীর করোনা পজিটিভ

চট্টগ্রাম ইপিজেডের ৪২ বছর বয়সী এক গার্মেন্টস কর্মীর করোনা শনাক্ত হয়েছে। তবে তার বাড়ি মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নে।বর্তমানে তিনি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, করোনা আক্রান্ত গার্মেন্টস কর্মীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল শনিবার তার বাড়ির অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে। এ পর্যন্ত মিরসরাই উপজেলায় ৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে দুইজন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, করোনা আক্রান্ত ব্যক্তি চট্টগ্রাম নগরীর ইপিজেডের ইয়ংওয়ানে চাকরি করতেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে গত ১০ মে চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা দিয়ে তিনি বাড়িতে চলে আসেন। তবে নমুনা দেওয়ার সময় তিনি চট্টগ্রাম শহরের ঠিকানা ব্যবহার করেন। বৃহস্পতিবার তার ব্যক্তিগত মোবাইলে করোনা পজিটিভের ফলাফল আসে। এরপর তিনি চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে ভর্তি হয়েছেন।

এএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!