চট্টগ্রাম আসার পথে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৪

সুবর্ণ এক্সপ্রেসের ট্রেনটি বিকেল তিনটায় ঢাকা ছেড়ে চট্টগ্রাম আসার পথে রওনা করে। ট্রেনটি সন্ধ্যা ৬টায় কুমিল্লার গোমতি ব্রিজ পার হওয়ার সময় দুবৃত্তরা হঠাৎ করে ট্রেনকে লক্ষ্য করে ৩-৪টি পাথর নিক্ষেপ করে। এতে ট্রেনের জানালার কাচঁ ভেঙ্গে ২ যাত্রীর হাতে আঘাত লাগে। এ ঘটনায় মোট ৪ যাত্রী আহত হন। তবে জানালার পাশে থাকা ২ যাত্রী বেশি আঘাত পেয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) বলেন, ‘পাথর নিক্ষেপের ঘটনায় ৪জন আহতের খবর শুনেছি। এখনো তাদের নাম পরিচয় সম্পর্কে জানা যায়নি।

উল্লেখ্য, রেলওয়ে প্রশাসনের বারবার প্রচারণার পরও থামছে না ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা। এসব এলাকায় পুলিশি টহল বৃদ্ধি করাসহ গণসচেতনতামূলক প্রচারণার কাজ চলমান রয়েছে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা ছেড়ে যায় সকাল ৭টায়। আর ঢাকা থেকে চট্টগ্রাম ছেড়ে আসে বিকেল তিনটায়। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ সোমবার।

সিএম/এসএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!