চট্টগ্রাম আদালতের এজলাসে ভিডিও ধারণ, শিক্ষার্থী আটক

চট্টগ্রাম আদালতের এজলাসে মোবাইল ফোনে ছবি ও ভিডিও চিত্র ধারণের অভিযোগে সাইফুল ইসলাম (২১) নামের এক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (৪ আগস্ট) চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমীনের আদালতে এ ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আমতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আটক সাইফুলের মোবাইল ফোনটি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। সে বর্তমানে আদালতের হাজতখানায় রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) প্রকাশ বড়ুয়া চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ছাত্র সাইফুল ইসলাম আদালতে এজলাস চলাকালে ভিডিও এবং ছবি ধারণ করছিলো। বিষয়টি আমার নজরে পড়লে আমি ম্যাজিস্ট্রেটকে অবহিত করি। এরপর ম্যাজিস্ট্রেট তাকে আটক করার নির্দেশ দেন। তাকে আটক করে মোবাইল ফোনটি জব্দ করা হয়।

নুসরাত

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!