চট্টগ্রাম অঞ্চলে উচ্চতর গ্রেড পাচ্ছেন ১৬৩ শিক্ষক-কর্মচারী, বিএড স্কেলে ৬০ জন

উচ্চতর গ্রেড নিয়ে বড় সুখবর পেলেন স্কুল-কলেজের ২ হাজার ৩৩০ জন শিক্ষক-কর্মচারী। এদের মধ্যে স্কুলের ২ হাজার ৩০০ জন রয়েছেন এবং কলেজের ৩০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

চট্টগ্রাম অঞ্চলে উচ্চতর গ্রেড পাচ্ছেন বিভিন্ন স্কুলের ১৬৩ জন শিক্ষক-কর্মচারী।

অন্যদিকে বেসরকারি স্কুলের ৯০৮ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। চলতি জানুয়ারি মাস থেকেই তাদের বিএড স্কেল কার্যকর হবে। বিএড স্কেল পাওয়া শিক্ষকদের রয়েছেন চট্টগ্রাম অঞ্চলের ৬০ জন বেসরকারি শিক্ষক।

রোববার (১৭ জানুয়ারি) শিক্ষা ভবনে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও কমিটির সভায় এসব শিক্ষকদের সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।

সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, স্কুল-কলেজের ২ হাজার ৩৩০ জন জন শিক্ষক-কর্মচারী উচ্চতর গ্রেড পাচ্ছেন। তাদের মধ্যে স্কুলের ২ হাজার ৩০০ জন এবং কলেজের ৩০ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি।

জানা যায়, স্কুলের ২ হাজার ৩০০ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ১৬৩ জন, বরিশাল অঞ্চলের ২১১ জন, কুমিল্লা অঞ্চলের ১১৬ জন, ঢাকা অঞ্চলের ৩০৮ জন, খুলনা অঞ্চলের ৩৭৯ জন, ময়মনসিংহ অঞ্চলের ২৪৫ জন, রাজশাহী অঞ্চলের ৩২৪ জন, রংপুর অঞ্চলের ৪৪৮ জন এবং সিলেট অঞ্চলের ১০৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অপরদিকে উচ্চতর গ্রেড পাওয়া কলেজের ৩০ শিক্ষক-কর্মচারীদের মধ্যে বরিশাল অঞ্চলের ১ জন, কুমিল্লা অঞ্চলের ৪ জন, ঢাকা অঞ্চলের ৭ জন, খুলনা অঞ্চলের ৫ জন, ময়মনসিংহ অঞ্চলের ১০ জন এবং সিলেট অঞ্চলের ৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এদিকে বিএড স্কেল পাওয়া বেসরকারি স্কুলের ৯০৮ জন শিক্ষকের মধ্যে চট্টগ্রাম অঞ্চলের ৬০ জন, বরিশাল অঞ্চলের ৭৭ জন, কুমিল্লা অঞ্চলের ৯৫ জন, ঢাকা অঞ্চলের ১১৬ জন, খুলনা অঞ্চলের ১৫৪ জন, ময়মনসিংহ অঞ্চলের ১৩২ জন, রাজশাহী অঞ্চলের ৭১ জন, রংপুর অঞ্চলের ১৪৮ জন এবং সিলেট অঞ্চলের ৫৫ জন শিক্ষক রয়েছেন।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!