চট্টগ্রামে ৮৪ হাতি কিভাবে মরলো— তদন্ত চেয়ে রিটের আদেশ রোববার

চট্টগ্রাম অঞ্চলে গত ১৯ বছরে ৮৪ হাতির মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে দায়ের করা রিটের আদেশ দেওয়া হবে রোববার (৬ সেপ্টেম্বর)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ দিনটি ঠিক করে দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করার পর আইনজীবী মনোজ কুমার ভৌমিক নিশ্চিত করেছেন, শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার দিন ঠিক করেছেন।

গত ২৩ আগস্ট ইংরেজি দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত Elephant Poaching, killings: Swept under the rug শীর্ষক প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন এ আইনজীবী। এতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচিব, প্রধান বন সংরক্ষক, চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষককে বিবাদী করা হয়।

প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বনবিভাগের তথ্য মতে চট্টগ্রাম ফরেস্ট সার্কেলে (কক্সবাজার,বান্দরবানের অংশ,চট্টগ্রাম শহর এবং রাঙ্গামাটি) গত ১৯ বছরে ১০৬টি হাতি মারা গেছে। এর মধ্যে দুর্ঘটনায় ৩২টি,অসুস্থ হয়ে ২৯টি, ২২টি বার্ধক্যজনিত জটিলতায়, বিদ্যুতায়িত হয়ে ১৫টি এবং আটটি গুলিতে মারা যায়।

রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক বলেন, ‘চট্টগ্রাম অঞ্চলে গত ১৯ বছরে শ’খানেক হাতির মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২টি বার্ধক্যজনিত কারণে মারা গেছে। বাকি ৮৪টির বিষয়ে তদন্ত চাওয়া হয়েছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!