চট্টগ্রামে ৪৮ ঘণ্টায় ৩ ডেঙ্গু রোগীর মৃত্যু

চট্টগ্রামে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত তিন রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুই রোগীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে গত বুধবার শিউলি রানি (৪০) নামের আরও একজন রোগীর মৃত্যুর কথা জানায় তারা।

ডেঙ্গুতে মৃত অপর দুজন হলেন খুরশিদা বেগম (৭০) ও দিলারা বেগম রেশমি (৫০)। এদের মধ্যে খুরশিদা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং দিলারা বেগম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চট্টগ্রাম মেডিকেলের সহকারী পরিচালক শাহেদা আখতার জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে খুরশিদা বেগম চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হন গত ১৬ সেপ্টেম্বর। তার রক্তের প্লাটিলেট কমে যাচ্ছিল। সঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। চারদিন পর ২১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তিনি মারা যান।

ডা. শাহেদা আরও জানান, বুধবার রাতেও দুজনের মৃত্যু হয়েছে। তাদের ডেঙ্গু ছাড়াও আগে থেকে হৃদরোগসহ বিভিন্ন সমস্যা ছিল।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, দিলারা বেগম গত ১৪ সেপ্টেম্বর ভর্তি হন এভারকেয়ার হাসপাতালে। তিনিও বৃহস্পতিবার রাতে মারা যান।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। সরকারি ও বেসরকারি হাসপাতালে এ নিয়ে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪০৩ জন। এরমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৩৯১ জন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!