চট্টগ্রামে ৩৬ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল (তালিকাসহ)

খাগড়াছড়ি রাঙামাটিতে দুজন, কক্সবাজারে ১

সারাদেশে মুক্তিযোদ্ধার বাতিল হওয়া ভুয়া সনদের এক হাজার ১৮১ জনের মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছেন ৩৬ জন। এছাড়া খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুজন করে এবং কক্সবাজার জেলার একজনের সনদ বাতিল করা হয়েছে। তাদের গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২’ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী গত বছরের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক রোববার (৭ জুন) গেজেট বাতিল করে এই প্রজ্ঞাপন জারি করা হয়।

এর মধ্যে মিরসরাইয়ে সর্বাধিক ১৬ জন, সাতকানিয়া ও সন্দ্বীপের ৫ জন করে, রাউজানে ৩ জন। পটিয়া, ফটিকছড়ি, হাটহাজারী ও সীতাকুণ্ডে রয়েছেন একজন করে। এছাড়া চট্টগ্রাম নগরীর ডবলমুরিং, হালিশহর ও কোতোয়ালী এলাকায় রয়েছেন একজন করে। তবে প্রকাশিত তালিকায় একই ব্যক্তির নাম দুবারও দেখা গেছে। তবে চট্টগ্রাম প্রতিদিন মূল তালিকা অক্ষুণ্ন রেখে এতে কোনো সম্পাদনা করেনি।

গেজেট বাতিল হওয়া ব্যক্তিরা বিমানবাহিনী ও বিজিবিতে যোগ দেওয়ার সময় গেজেটভুক্ত হয়েছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের পর তারা বাহিনীতে যোগদান করেছিলেন। সেই সময় নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে তারা গেজেটভুক্ত হয়েছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কাছে তাদের গেজেটভুক্তির কোনো কাগজপত্র ছিল না।

চট্টগ্রামের এই ৩৬ জন হলেন—

১. সিরাজুল হক, পিতা- মৌ. ফয়জুর রহমান, এসি দত্ত লেন, কোতোয়ালী
২. আরুন কান্তি চক্রবর্তী, পিতা-মৃত সুবতিরঞ্জন চক্রবর্তী, জোয়ারা, পটিয়া
৩. নুরুল ইসলাম, পিতা-ওমদা মিয়া, ধর্মপুর, ফটিকছড়ি
৪. রফিকুল ইসলাম, পিতা আ. সাত্তার চৌধুরী, হিংগলিয়া, রাউজান
৫. পিজুস কান্তি বড়ুয়া, পিতা-বিহারী লাল বড়ুয়া, গহিরা, রাউজান
৬. আরিফ বিল্লাহ, পিতা-মো. ইসমাইল, কদলপুর, রাউজান
৭. তাহের আহম্মেদ, পিতা-মৃত নাজির আহম্মেদ, বোয়ারিয়া, সন্দ্বীপ
৮. মো. আজহারুল ইসলাম, পিতা-আবদুল মালেক, বক্তারহাট, সন্দ্বীপ
৯. মিরনাল কান্তি চক্রবর্তী, পিতা-রাম নারায়ন চক্রবর্তী, দক্ষিণপাড়া, সাতকানিয়া
১০. মোস্তাফিজুর রহমান, পিতা-আব্দুল মান্নান, বাজালিয়া, সাতকানিয়া
১১. মৃণাল কান্তি, পিতা-রামনারায়ন চক্রবর্তী, দক্ষিণপাড়া, সাতকানিয়া
১২. মৃদুল কান্তি দাস, পিতা-অশ্বিনী কুমার দাস, কেউচিয়া, সাতকানিয়া
১৩. অরুন কান্তি চৌধুরী, পিতা-সুধির বিমল চৌধুরী, কালিয়াস, সাতকানিয়া
১৪. মো. ইউছুফ আলী, পিতা-মো. সিরাজুল হক, মাইতভাংগা, সন্দ্বীপ
১৫. জয়নাল আবেদীন, পিতা-তালেব হোসেন, মুছাপাড়া, সন্দ্বীপ
১৬. এ এস এম জসীম উদ্দিন, পিতা-আব্দুর রহিম ভূঁইয়া, কালাপানিয়া, সন্দ্বীপ,
১৭. আবুল কালাম আজাদ, পিতা-আজিজুর রহমান, ভাটিয়ারী, সীতাকুণ্ড
১৮. রঞ্জিত কুমার দে, পিতা-তাজেন্দ্র লাল দে, মাদার্শা, হাটহাজারী
১৯. আব্দুর রহিম খান, পিতা-মৃত সৈয়দ আলী খান, হালিশহর হাউজিং বি-ব্লক, হালিশহর
২০. সামাদ আলী খান, পিতা-মোশারফ আলী, লালখান বাজার, ডবলমুরিং
২১. আমিনুল ইসলাম, পিতা-মুন্সি মিয়া, হাদি ফকিরহাট, মিরসরাই
২২. গিয়াস উদ্দিন, পিতা-মো. আব্দুল গফুর মাস্টার, আবু তোরাব, মিরসরাই
২৩. ছাবের আহম্মেদ, পিতা-সফিউজ্জামান, আবু তোরাব, মিরসরাই
২৪. সাইদুল হক, পিতা-মৃত দেলোয়ার হোসেন, আবুরহাট, মিরসরাই
২৫. রবিউল হক, পিতা-জালাল আহমেদ, কোরাহাট, মিরসরাই
২৬. রবিউল হক, পিতা-জালাল আহমেদ, কোরাহাট, মিরসরাই
২৭. মো. ফয়েজ উল্লাহ, পিতা-মৃত মৌলভী শফি উল্লাহ, আজমপুর, মিরসরাই
২৮. আবুল বাশার, পিতা-জোনাব আলী, আজমপুর, মিরসরাই
২৯. এ কে এম খায়রুল হুদা, পিতা-সিরাজুল হক, আবুরহাট, মিরসরাই
৩০. গোলাম রাব্বানী, পিতা-জাকির হোসেন, করেরহাট, মিরসরাই
৩১. হুমায়ুন কবির, পিতা-এবিএম শফিকুল ইসলাম, তেমোহনী, মিরসরাই
৩২. মো. ইসহাক চৌধুরী, পিতা-আমিনুর রহমান, মলি আইশ, মিরসরাই
৩৩. ছালেহ্ আহম্মেদ, পিতা-মোহাম্মদ আলী ইউছুফ, পরাগলপুর, মিরসরাই
৩৪. জোমসেদ আলম, পিতা-আলী আহম্মেদ, বগেন্দুর, মিরসরাই
৩৫. মো. আবু তাহের, পিতা-মো. ফরিদুল হক, অব্দুর হাট, মিরসরাই
৩৬. মো. গোলাম রব্বানী, পিতা-মো. জাকির হোসেন, করেরহাট, মিরসরাই

খাগড়াছড়ি
১. রফিক মিয়া, পিতা-জুলফু মিয়া, তবলছড়ি, মাটিরাঙা
২. আবুল কাসেম, পিতা-মোখলেছুর রহমান, মাটিরাঙা

রাঙামাটি
১. মৃদুল কান্তি বড়ুয়া, পিতা-আমল কান্তি বড়ুয়া, মাঝিবস্তি
২. অবিন্দ্রা ত্রিপুরা, পিতা-মৃত বাকনতো ত্রিপুরা, আসামবস্তি

কক্সবাজার
১. সতিন্দ্র মহন দাস, পিতা-নিরুথ বরন দাস, ঈদগাও।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!