চট্টগ্রামে ৩২টি স্কুল নিয়ে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার

চট্টগ্রাম নগরীর বাছাইকৃত সেরা ৩২টি স্কুল দল নিয়ে বুধবার (৬ অক্টোবর) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে শুরু হচ্ছে শেখ রাসেল মহানগরী স্কুল ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা টুর্নামেন্টটির আয়োজন করছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সাইফ পাওয়ারটেক লি. এর ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সভাপতি সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।

টুর্নামেন্ট উপলক্ষে সোমবার (৪ অক্টোবর) এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার কনফারেন্স রুমে অংশগ্রহণকারী দলসমূহের জার্সি উন্মোচন ও প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। কনফারেন্সে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির চেয়ারম্যান ও উপ-পুলিশ কমিশনার (বন্দর) এস এম মেহেদী হাসান।

উদ্বোধনী ম্যাচে নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও সেন্ট্রাল পাবলিক স্কুল মুখোমুখি হবে। পুরো টুর্নামেন্টে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল এর জন্মদিনে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!