চট্টগ্রামে ২৮টি চোরাই মোবাইলসহ দুজন ধরা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর রিয়াজউদ্দিন বাজার ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে দুই মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৮টি চোরাই ও ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশ।

গ্রেপ্তার দু’জন হলেন আব্দুর রহিম (২৪) ও মিজানুর রহমান রিপন (৩৪)। এদের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান বলেন, ‘রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন রোড এলাকা থেকে আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাঁচটি চোরাই মোবাইল উদ্ধার করি।’

তিনি বলেন, ‘পরে আব্দুর রহিমের দেওয়া তথ্যে রিয়াজউদ্দিন বাজারের তামাকুমন্ডি লেন হাসিন টাওয়ারের রুবাইয়া ট্রেডার্স নামে দোকান থেকে মিজানুর রহমান রিপনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৩টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে তারা চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করে বলে জানায়। এদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!