চট্টগ্রামে ২৩ বছর পর শিশু ধর্ষকের যাবজ্জীবন দণ্ড

২৩ বছর পর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

যাবজ্জীবন পাওয়া শরীফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার লালাপুর এলাকার ফজলুর রহমানের ছেলে।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরা এ রায় দেন।

১৯৯৮ সালের ২৯ সেপ্টেম্বর নগরীর পাঁচলাইশ থানায় বাসিন্দা শরীফুল ইসলাম চকলেট কিনে দেওয়ার কথা বলে প্রতিবেশী ৬ বছরের শিশুটিকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই দিনই শিশুটির বাবা পাঁচলাইশ থানায় মামলা করেন।

তদন্ত শেষে পাঁচলাইশ থানা পুলিশ ১৯৯৮ সালের ২৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর পিপি খন্দকার আরিফুল আলম মোবাইলে চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দীর্ঘ ২৩ বছর পর ধর্ষণ মামলার এ রায় হল।

পরে চারজনের সাক্ষ্যের ভিত্তিতে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত নারী ও শিশু (বিশেষ বিধান) আইন ১৯৯৫ সালের ৬(১) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায়ের সময় ট্রাইব্যুনালে আসামি উপস্থিত ছিলেন।

আইএমই/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!