চট্টগ্রামে ২১ স্বেচ্ছাবন্দির ২০ জনই ইতালিফেরত, আচরণ ভালো

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ২১ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের প্রত্যেকেই হোম কোয়ারেন্টাইনে আছে। তবে এই ২১ জনের কারও মধ্যে এখন পর্যন্ত করোনার উপসর্গ পাওয়া যায়নি।

করোনা বিষয়ে চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম প্রতিদিনকে এসব তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি।

হোম কোয়ারেন্টাইনে থাকা এই ২১ জনের মধ্যে ২০ জনই ইতালিফেরত বলে জানিয়েছেন তিনি। অন্য একজন এসেছেন সংযুক্ত আরব আমিরাত থেকে। তবে হোম কোয়ারেন্টাইনে থাকা এসব প্রবাসী প্রশাসনের সাথে সহযোগিতামূলক আচরণ করছে বলেও জানান তিনি। ফজলে রাব্বি বলেন, ‘ঢাকায় ইতালিফেরতরা যে ধরনের আচরণ করেছেন, চট্টগ্রামে তেমন কিছু হয়নি। সীতাকুন্ডে একজন প্রথমদিকে ঝামেলা করেছিলেন। কিন্তু উনাকে বুঝিয়ে বলার পর উনিও সহযোগিতা করছেন।’

কোয়ারেটাইনে থাকা এসব ব্যক্তিদের সাথে নিয়মিতভাবে টেলিফোনে যোগাযোগ করে খবর নিচ্ছেন বলেও জানান শেখ ফজলে রাব্বি।

এদিকে চট্টগ্রামে স্বাস্থ্য বিভাগের অধীনে কোয়ারেন্টাইনের জন্য দুটি স্কুল প্রস্তুত রাখার কথা বলা হলেও এখন পর্যন্ত এসব স্কুলে একজনও কোয়ারেন্টাইনে যাননি।

আরএপি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!