চট্টগ্রামে ১৮তম মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগ নেতা মহিমউদ্দীনকে শ্রদ্ধায় স্মরণ

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার সম্পাদক সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মহিম উদ্দীনের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদসহ বিভিন্ন সংগঠন র‍্যালি, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে ওমরগনিএমইএস কলেজে কোরআন খতম বাদে জোহরের নামাজের পর কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে কলেজ ক্যাম্পাস থেকে একটি র‍্যালি বের হয়। এরপর নগরীর গরিবুল্লাহ শাহ মাজারে প্রাঙ্গণে মহিম উদ্দীনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও ওমরগনিএমইএস ছাত্রসংসদের সাবেক জিএস আরশেদুল আলম বাচ্চু।

শ্রদ্ধা নিবেদনকারী অন্যান্য সংগঠনের মধ্যে ছিল ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ, মহসীন কলেজ ছাত্রলীগ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ, খুলশী থানা ছাত্রলীগ, চান্দগাঁও থানা ছাত্রলীগ, চকবাজার থানা ছাত্রলীগ, কোতোয়ালী থানা ছাত্রলীগ, পাহাড়তলী থানা ছাত্রলীগ, ডবলমুরিং থানা ছাত্রলীগ, বন্দর থানা ছাত্রলীগ, পতেঙ্গা থানা ছাত্রলীগ, ৪নং চান্দগাঁও ওয়ার্ড ছাত্রলীগ, ৫ নং মোহরা ওয়ার্ড ছাত্রলীগ, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ছাত্রলীগ, ৮ নং শুলকবহর ওয়ার্ড ছাত্রলীগ, ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড ছাত্রলীগ, ১৬নং চকবাজার ওয়ার্ড ছাত্রলীগ, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগ, ১৯ দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগ, ২৩ নং পাঠানটুলি ওয়ার্ড ছাত্রলীগ, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড ছাত্রলীগ, ২৫ নং রামপুরা ওয়ার্ড ছাত্রলীগ, ২৬ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড ছাত্রলীগ, ২৭ নং দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ড ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।

গরিবুল্লাহ শাহ মাজারে প্রাঙ্গণে কবর জেয়ারত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কলেজ অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, উপাধ্যক্ষ এম রেজাউল করিম চৌধুরী, নুরউদ্দীন বাহার বাবু, ওসমান গনি আলমগীর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান তারেক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. ইলিয়াস উদ্দীন, আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল সাকিব, শওকত আলম, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সহ সভাপতি ইয়াছিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক, সম্পাদকমন্ডলীর সদস্য আশরাফুল আলম টিটু।

এছাড়া উপস্থিত ছিলেন এমএ হালিম মিতু, মাসুদ হোসেন, হাসান আলী, তোফায়েল আহমেদ মামুন, সরফুর আনাম জুয়েল, কামরুল ইসলাম রাসেল, জাহেদ ইসলাম, সুলতান মোহাম্মদ ফয়সাল, মোঃ সালাউদ্দীন, ইমাম উদ্দিন নয়ন, মো. নূরুন নবী সাহেদ,আব্দুল আল আহাদ, মো. আজিজ, মুজিবুর রহমান, আবু সাঈদ মুন্না, জাহেদুল হোসেন, সালাউদ্দীন কাদের আরজু, আওরাজ ভূইয়া রনক, নুরুজ্জামান বাবু, সৈয়দ আশিকুর রহমান প্রিন্স, ইউসুফ আলী বিপ্লব, জাবেদ রহমান মুন, মো. রিজান, মো. হানিফ, মো. ওমর গনি, মুজিবুর রহমান রাসেল, নুরুল আবছার রাফি, রায়হান উদ্দীন ইশান, মো. শাহাদাত হোসেন, টনি দে, মেহেদী হাসান মিঠু প্রমুখ নেতৃবৃন্দ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!