চট্টগ্রামে হোম কোয়ারেন্টাইনে আরও ১১ জন

চট্টগ্রামে বিদেশফেরত আরও ১১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত বিদেশফেরত ১০২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এ বিষয়ে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

সিভিল সার্জন বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ১১ জন প্রবাসী এসেছেন। বিদেশফেরতদের কেউ যুক্তরাষ্ট্র, কেউ আরব আমিরাত এবং কেউ ইতালিফেরত যাত্রী। সবাইকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। যদি কেউ এ নির্দেশনা না মানে তখন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যেই নির্দেশনা না মানায় পাঁচজন প্রবাসীকে জরিমানা করা হয়েছে।

এসআর/এসএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!