চট্টগ্রামে হাজারও শ্রমিকের কণ্ঠে একই সুর— বঙ্গবন্ধু হত্যাকারী ও গ্রেনেড হামলাকারীদের ফাঁসি চাই

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করার পাশাপাশি বিদেশে পলাতক তাঁর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারীদের দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছে চট্টগ্রামের হাজারও শ্রমিক-কর্মচারী।

রোববার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের ব্যানারে আয়োজিত এক সমাবেশে অভিন্ন কন্ঠে শ্রমিক-কর্মচারীরা এই দাবি জানান।

কর্মসূচিতে তেল সেক্টর, রেলওয়ে, বন্দর, পরিবহন, ওয়াসা, হকার্স, দোকানসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকেরা অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার মতো অপরাধ যখন ঘটে তখন বিএনপি-জামায়াত জোট সরকারের ছিলেন খালেদা জিয়া। তিনি অপরাধীদের বিচারের আওতায় না এনে বরং বর্বরোচিত এই ঘটনা ধামাচাপা দেওয়ার পাশাপাশি ও ভিন্নখাতে প্রবাহিত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছিলেন। অপরাধীরা যাতে নিরাপদে থাকতে পারে কৌশলে সেই চেষ্টাও করেছিলেন। এর দায় অবশ্যই খালেদা জিয়াকে বহন করতে হব।’

সমাবেশে প্রধান আলোচকের বক্তব্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাথে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের পৃষ্ঠপোষকতা ছিল। মামলায় গ্রেনেড হামলার প্ল্যানার ও মাস্টারমাইন্ড তারেক রহমানের ক্যাপিটাল পানিশমেন্ট হয়নি। তাই রাষ্ট্রপক্ষের উচিত, উচ্চ আদালতে রায় পুনঃবিবেচনার আবেদন করে তারেক রহমানের ক্যাপিটাল পানিশমেন্ট বা ফাঁসির রায় নিশ্চিত করা। এটা না হলে জাতি পাপমুক্ত হবে না। একইসঙ্গে বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করতে হবে।’

বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহ্বয়ক ও বাংলাদেশ অয়েল এন্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশেনর মহাসচিব মুহাম্মাদ এয়াকুবের সভাপতিত্বে সদস্য সচিব মিরন হোসেন মিলনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি সফর আলী, শ্রমিক লীগ কালুরঘাট শিল্পাঞ্চল শাখার সভাপতি মো. আলী আকবর, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দুলাল, মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবা আহসান চৌধুরী, মহিলা শ্রমিক লীগ মহানগর কমিটির সভাপতি নাসরিন আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার।

বক্তব্য রাখেন বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের যুগ্ম-আহ্বায়ক মো আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, মীর মো. নওশাদ, মো বেলাল উদ্দীন চৌধুরী, সিরাজুল ইসলাম, কামাল উদ্দীন চৌধুরী, নুরুল আলম, হারুনুর রশিদ রন প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!