চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের ৩ ইউনিটে নতুন কমিটি

স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলায় তিনটি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে— বাঁশখালী উপজেলা, পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভা কমিটি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাদের যৌথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার তিনটি ইউনিটে নতুন কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু এবং সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার চট্টগ্রাম দক্ষিণ জেলার একটি ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়া নির্দেশক্রমে কেন্দ্রীয় দপ্তর থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলার দুটি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হলো—

বাঁশখালী উপজেলা

আহ্বায়ক: মো. হেফাজ উদ্দীন চৌধুরী, সদস্য সচিব: মোহাম্মদ দিদারুল আলম। যুগ্ম-আহ্বায়ক: ১. পারভেজ মুজিব ২. মোহাম্মদ ফেরদোস আলম টিটু ৩. মো. আবুল কাশেম ৪. মোহাম্মদ হেলাল উদ্দিন ৫. মোহাম্মদ সেলিম উদ্দীন ৬. মোহাম্মদ জসীম উদ্দীন ৭. মোক্তার আহমদ ৮. মো. আব্দুস সবুর ৯. মো. সিরাজুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

পটিয়া উপজেলা

আহ্বায়ক: মো. ওবায়দুল হক (রিকু), সদস্য সচিব: মো. জাহেদ। যুগ্ম-আহ্বায়ক: ১. মো. আব্দুল কাদের ২. মো. মাসুদ করিম চৌধুরী ৩. মো. আব্দুল আজিজ ৪. মো. ইকবাল হোসেন ৫. মো. মিজানুর রহমান ৬. মো. শফিকুল ইসলাম ৭. মো. ফজলুল হক চৌধুরী রুবেলসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

পটিয়া পৌর

আহ্বায়ক: মীর সাইফুর রহমান, সদস্য সচিব: মো. আব্দুল কাদের। যুগ্ম-আহ্বায়ক: ১. মো. নাছির উদ্দীন ২. মো. ফোরকান বাবু ৩. মো. ওসমান ফারুক (সানি) ৪. মো. মনিরুল ইসলাম ৫. মো. মহি উদ্দীন (রানা) ৬. মো. খসরু আলম কাসেম ৭. মো. জাহাঙ্গীর আলমসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

ওই একই বিজ্ঞপ্তিতে নোয়াখালীর পাঁচ উপজেলায় নতুন কমিটির অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছে। নোয়াখালী জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হল—

নোয়াখালী সদর উপজেলা
আহ্বায়ক: ওমর ফারুক অভি, সদস্য সচিব: আবুল কালাম আজাদ, যুগ্ম-আহ্বায়ক: ১. মো. জহিরুল ইসলাম ২. আব্দুল মোতালেব সুলতান ৩. মো. ইউছুফ হোসেন রাসেল ৪. মো. খালেদ হোসেন মাসুদ ৫. সামছুদ্দিন রুবেল ৬. নুর আলম সোহাগ ৭. রোকন উদ্দিন মাহমুদ রাছেল ৮. মো. শামসুর রহমান ৯. মো. আলী রাছেলসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

নোয়াখালী শহর শাখা
আহ্বায়ক: জামালুর রহিম জামাল, সদস্য সচিব: সামছুদ্দিন সামু। যুগ্ম-আহ্বায়ক: ১. মীর সাইফুর রহমান সৈকত ২. মো. হান্নান ৩. মাইন উদ্দিন হৃদয় ৪. আজগর হোসেন রিংকু ৫. মো. আনোয়ার হোসেন ৬. নাজমুল মাওলা রাফি ৭. ইবনে হাসান রাফি ৮. মো. ওয়াসিম ৯. মো. শাহীনসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

সুবর্ণচর উপজেলা
আহ্বায়ক: রিয়াজ উদ্দিন শাকিল, সদস্য সচিব: মো. এনায়েতুল ইসলাম। যুগ্ম-আহ্বায়ক: ১. মো. সেলিম উদ্দিন চৌধুরী ২. মো. নিজাম উদ্দিন রাজন ৩. জামশেদ উদ্দিন ৪. মো. ছরওয়ার্দী ৫. মনছুর আহমেদ ৬. মো. হাসান ৭. গোলাম ইছহাক খান ৮. রিয়াজ মাহমুদ রিপন ৯. ছুটেল মজুমদারসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

চৌমুহনী পৌর
আহ্বায়ক: মো. রাসেল সুমন, সদস্য সচিব: মো. নুর হোসেন সুমন। যুগ্ম-আহ্বায়ক: ১. মো. জসিম উদ্দিন ২. মো. মোসলেহ উদ্দিন জুয়েল ৩. মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ৪. মো. আনোয়ার হোসেন ৫. মো. সারোয়ার হোসেন রুবেল ৬. মো. সাইফুল ইসলাম ৭. মো. আলাউদ্দিন সুমন ৮. মো. তাজুল ইসলাম ৯. মো. সামছুল আলমসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

বেগমগঞ্জ উপজেলা
আহ্বায়ক: মো. নজরুল ইসলাম, সদস্য সচিব: মো. ফারুক। যুগ্ম-আহ্বায়ক: ১. আনোয়ার হোসেন সাইফুল ২. আলাউদ্দিন মানিক ৩. মো. জসিম উদ্দিন ৪. মো. রাজন ৫. মো. মাহবুব আলম কাউছার ৬. মো. মাছুম ৭. নুর নবী বাপ্পি ৮. মো. রাশেদ ৯. আতাউদ্দিন সোহাগসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!