উন্নয়ন প্রচারে সুচিন্তা’র উদ্যোগ প্রশংসনীয়

উন্নয়ন প্রচারে সুচিন্তা’র উদ্যোগ প্রশংসনীয় 1নিজস্ব প্রতিবেদক : সরকারের দশ বছরের উন্নয়নের প্রামান্য চিত্র ও দেশজুড়ে সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ভিডিও প্রদর্শনীর মাধ্যমে নৌকার পক্ষে মানুষকে উদ্ভদ্ধ করছে সুচিন্তা ফাউন্ডেশন।

সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে এ প্রদর্শনীর আয়োজন করছে। শুক্রবার (২ নভেম্বর) বিকেলে নগরের জামালখান এলাকায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এ সময় মেয়র বলেন, উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে চাইলে এ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। সরকারের পক্ষে জনমত তৈরি করতে নানা উন্নয়ন চিত্র জনগণের সামনে তুলে ধরতে হবে। সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা সবার মধ্যে তুলে ধরতে সুচিন্তা যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।

সুচিন্তা ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক জিনাত সোহানা চৌধুরী বলেন, জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমসহ সুচিন্তা ফাউন্ডেশন নানা কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে আমরা ব্যতিক্রমী এ আয়োজন করেছি।
সুচিন্তা ফাউন্ডেশন, চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক আবুল হাসনাত চৌধুরীর সভাপতিত্বে এবং ডা. হোসেন আহমেদের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, সহ-সভাপতি মো. সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সংগঠনের সদস্য দেবাশীষ পাল দেবু, বোখারী আজম, জেল পরিদর্শক আবু হান্নান লিটন প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!