চট্টগ্রামে সম্মিলিত বসন্ত উৎসব উদযাপন পরিষদের প্রস্তুতি সভা

সম্মিলিত বসন্ত উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম বলেন, বসন্ত বাঙ্গালীর জীবনে প্রাণের উৎসব হয়ে আসে। বসন্তে বাঙ্গালীরা মেতে উঠে আনন্দে।তাই বসন্ত উৎসব বাঙ্গালীকে এক সুতোয় জড়ায়।তাই আমরা এবার সাড়ম্বরে বসন্ত উৎসব আয়োজন করতে যাচ্ছি। এবারের বসন্ত বিশেষ গুরুত্ববহ এই কারণে যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপিত হতে যাচ্ছে কিছুদিন পর থেকে। এবার বসন্ত উৎসবে আমরা স্মরণ করবো জাতির জনককে, উদযাপন করবো বসন্তকে।

২ ফেব্রুয়ারি (রোববার) এক প্রস্তুতি সভায় সম্মিলিত বসন্ত উদযাপন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম এ কথা বলেন।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সাধারণ সম্পাদক হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ড. কুন্তল বড়ুয়া, গীতিকবি লিয়াকত হোসেন খোকন, পরিষদের কো-চেয়ারম্যান কল্পনা লালা, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শারমীন হোসেন, কল্যাণী ঘোষ, শুভ্রা চৌধুরী, হেলাল উদ্দিন, ভাস্কর ডি কে দাশ মামুন, পরিষদের যুগ্ম মহাসচিব ও চসিক কাউন্সিলর নিলু নাগ, পরিষদের প্রধান সমন্বয়কারী সাজ্জাত হোসেন, রুনা পারভীন, লেখক আকতারি ইসলাম, মানস শেখর, সামশুল হায়দার তুষার, সরোয়ার আমিন বাবু, জসিম উদ্দিন মিঠুন, মিতালী রায় প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!