চট্টগ্রামে সপ্তম জাতীয় সুফি সম্মেলনে মাইজভান্ডারী গানের শেকড়সন্ধান

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ব্যবস্থাপনায় ও মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে দুই দিনব্যাপী ৭ম জাতীয় সুফি সম্মেলন সমাপ্ত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাপনী সেশনে ‘মাইজভাণ্ডারী গানে খোদাপ্রেম: একটি অণ্বিষ্ট পর্যবেক্ষণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুফিতাত্ত্বিক গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। এই প্রবন্ধের ওপর আলোচক ছিলেন সাংবাদিক ও লোকসংগীত গবেষক নাসির উদ্দিন হায়দার।

এ সেশনে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম সিকান্দার খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম মোস্তফা সরওয়ার।

অধ্যাপক সিকান্দার খান বলেন, ‘সুফিরা নিজের স্বার্থ বড় করে না দেখে নিঃস্বার্থভাবে পরোপকার করার শিক্ষা দিয়েছেন।’

ড. সেলিম জাহাঙ্গীর বলেন, ‘মাইজভান্ডারী গান খোদা প্রেমের অনুপম অনুষঙ্গ।’ নাসির উদ্দিন হায়দার বলেন, ‘শতবর্ষের পথপরিক্রমায় মাইজভান্ডারী গান বাংলা লোকসংগীতের অপরূপ সখা হয়ে উঠেছে, মাইজভান্ডারী গান হলো ভালোবাসার এক অলৌকিক শিল্প।’

১৮ নভেম্বর সকাল দশটায় দ্বিতীয় দিবসের কার্যক্রম শুরু হয়। দিবসের প্রথম ও দ্বিতীয় একাডেমিক ‘সেশন চেয়ার’ হিসেবে ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম শামীম এবং সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপ-উপাচার্য অধ্যাপক এম. মহি উদ্দিন চৌধুরী।

দুটি সেশনে মোট ৯টি প্রবন্ধের মধ্যে ‘মাওলানা রুমি ও তার প্রেমদর্শন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চবির সহযোগী অধ্যাপক ড. হাফেজ মুহাম্মদ নুর হোসাইন, ‘সামাজিক শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সুফিদর্শন’ প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ারুল্লাহ্ ভূঁইয়া, ‘সুফিবাদ ও ভারতীয় উপমহাদেশ’ প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ আশিকুর রহমান চৌধুরী, ‘তাওহীদে আদ্ইয়ান: একক সৃষ্টিকর্তায় বিশ্বাসীগণের ঐক্যের অনন্য তত্ত্ব’ প্রবন্ধ উপস্থাপন লেখক-গবেষক আবদুল্লাহ মোহাম্মদ ইকবাল, ‘সুফিবাদ: বর্তমান বৈশ্বিক সংকট নিরসনে সুফিদর্শনের ভূমিকা’ প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান, ‘উপমহাদেশে শান্তি সম্প্রীতি সুরক্ষায় দরবেশগণের ভূমিকা’ প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস কে এম আজিজুল ইসলাম, ‘বহুত্ববাদী সমাজে ন্যায়পরতা প্রতিষ্ঠায় সুফি খানবাহাদুর আহছানউল্লা’র প্রাসঙ্গিকতা: একটি দার্শনিক পর্যালোচনা’ প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. একরাম হোসেন, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় সুফিবাদ’ প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ মাসুম কামাল আল আজহারী, ‘দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত সুফি সাধক’ প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ ড. হাফেজ আল্লামা মুহাম্মদ মহিউল হক।

এরপর মাইজভাণ্ডারী একাডেমির সদস্য আরেফিন রিয়াদের সঞ্চালনায় ‘সুফি সংগীত’ পরিবেশন করেন ‘মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠী’র শিল্পীরা। সবশেষে ৭ম জাতীয় সুফি সম্মেলন ২০২২ উদযাপন পর্ষদ আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীনের সমাপনী ভাষণ ও ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর-এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সুফি সম্মেলন সমাপ্ত হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!