চট্টগ্রামে ‘শ্বাসকষ্টে’ কিশোরের মৃত্যু, বাবা গেলেন করোনা আইসোলেশনে

‘নিউমোনিয়ার উপসর্গ ও শ্বাসকষ্ট’ নিয়ে চিকিৎসাধীন এক কিশোরের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। তবে কক্সবাজার থেকে চিকিৎসা নিতে আসা ওই কিশোর করোনাভাইরাসে আক্রান্ত ছিল কিনা তা জানতে ইতিমধ্যে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই কিশোরের বাবাকেও পাঠানো হয়েছে আইসোলেশনে।

বুধবার (১ এপ্রিল) সকাল সোয়া ৭টায় তাকে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ। জানা গেছে, মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য ওই কিশোরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার বাবা। সেখান থেকে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়।

এদিকে মৃত্যুর পর ১৬ বছর বয়সী ওই কিশোরের করোনা ভাইরাসের সংক্রমণ ছিল কিনা তা পরীক্ষার জন্য ওই কিশোরের নমুনা সংগ্রহ করে সীতাকুণ্ডের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি মিয়া। তার পিতাকে জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। পরীক্ষার জন্য পাঠানো হয়েছে তার নমুনাও।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবর রহমান বলেছেন, ‘আমি শুনেছি একটা ছেলে মারা গেছে। এখনো ডিটেইলস রিপোর্ট পাইনি। এটা কক্সবাজার সদর হাসতাপাল বলতে পারবে। ছেলেটার শ্বাসকষ্ট ছিল। সঙ্গে জ্বর, সর্দি-কাশি ছিল। সে কক্সবাজার সদর হাসপাতালেও চিকিৎসাধীন ছিল।’

এআরটি/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!