চট্টগ্রামে শুরু হচ্ছে জাতীয় স্কুল হকির তৃতীয় আসর

ঝিমিয়ে পড়া দেশের হকিকে জাগিয়ে তুলতে গত বছরই ভবিষ্যতের খেলোয়াড় খুঁজতে ব্যস্ত ছিলেন কর্তারা। তারই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি থেকে চট্টগ্রাম বিভাগে শুরু হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্কুল হকির তৃতীয় আসর।

দেশব্যাপী ৯টি ভেন্যুতে টুর্নামেন্টে অংশ নেবে ৮০টি স্কুল দল। প্রতিটি ভেন্যুর সেরা দুই দল নিয়ে ঢাকায় হবে চূড়ান্ত পর্ব।

সোমবার কারওয়ানবাজারস্থ এটিএন বাংলার কার্যালয়ে স্কুল হকি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি ও স্কুল হকি কমিটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান।

উপস্থিত ছিলেন স্কুল হকি কমিটির সম্পাদক ও বাহফের নির্বাহী সদস্য মোসাদ্দেক হোসেন পাপ্পু, সহ সভাপতি সাজেদ এ এ আদেল, জাকি আহমেদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম কিসমত ও কোষাধ্যক্ষ হাজী মোহাম্মদ হুমায়ুনসহ নির্বাহী ও স্কুল হকি কমিটির কর্মকর্তারা।

আয়োজনে প্রতিটি ভেন্যুর জন্য থাকবে ১ লক্ষ টাকা। চ্যাম্পিয়ন দলের জন্য প্রস্তাবিত প্রাইজমানি ১ লক্ষ টাকা। রানার্সআপ- ৫০ হাজার, তৃতীয় স্থান- ২৫ হাজার ও ফেয়ার প্লে- ১০ হাজার টাকা। বাংলাদেশ হকি ফেডারেশন দেবে প্রতিটি স্কুলকে অংশগ্রহণ ফি ১০ হাজার টাকা ছাড়াও হকি গিয়ার্স ও জার্সি।

প্রতিটি ভেন্যু থেকে বাছাই করে ১৫জন প্রতিভাবান হকি খেলোয়াড়কে দেয়া হবে দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!