চট্টগ্রামে শনাক্ত ছাড়িয়ে গেল একশর ওপরে, মৃত্যু ২

চট্টগ্রামে আবারও বেড়েছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১১২ জন।

এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ১৩১ জনে। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরীর বাসিন্দা ৭৩ হাজার ২৯৪ জন। বাকি ২৭ হাজার ৮৩৭ জন বিভিন্ন উপজেলার। অন্যদিকে, জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৭৯ জনে। এর মধ্যে ৭০৬ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৭৩ জন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৭৬ জন ও উপজেলার ৩৬ জন।

উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়া ১, আনোয়ারায় ৪, পটিয়ায় ২, বোয়ালখালীতে ২, রাউজানে ১০, ফটিকছড়িতে ২, হাটহাজারীতে ১৪ ও সীতাকুণ্ডে ১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাইশ, রাঙ্গুনিয়া, মিরসরাই ও সন্দ্বীপ উপজেলায় কেউ আক্রান্ত হননি।

ল্যাবভিত্তিক ফলাফলে দেখা যায, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৯ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন ও শেভরন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে নয়জন ও অ্যান্টিজেন টেস্টে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!