চট্টগ্রামে শতভাগ পাসের তালিকায় সেরা বাওয়া স্কুল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ১ হাজার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ ভাগ পাস করেছে ৭১টি শিক্ষা প্রতিষ্ঠান। এরমধ্যে চট্টগ্রাম নগরীর ৮টি স্কুল রয়েছে সেরা দশের তালিকায়। শতভাগ পাসের তালিকার প্রথমে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের (বাওয়া) নাম।

সোমবার (২৮ নভেম্বর) প্রকাশিত ফলাফলে এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাস করেছে ১ লাখ ৩০ হাজার ১৩ জন শিক্ষার্থী । জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন।

শতভাগ পাস ও জিপিএ এর হিসেবে সেরা হওয়া বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়ের ৬১০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয়। তাদের পরীক্ষার্থী ছিল ৪৭৯ জন।

তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের ২৪৬ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৫ জন। চতুর্থ স্থানে সেন্ট প্লাসিড স্কুল অ্যান্ড কলেজ। এ স্কুলের ২২১ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে।

ষষ্ঠ স্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল ও কলেজ। তাদের ২১৮ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। সপ্তম স্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনম্যান্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ। তাদের ২১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, সবাই পাসও করেছে।

নবম স্থানে রয়েছে হালিশহর ক্যান্টনম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তাদের ২০৩ জন শিক্ষার্থীর সবাই পরীক্ষায় পাস করেছে। দশম স্থানে আছে কুসুমকুমারী সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে ২০২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!