চট্টগ্রামে ল্যান্ডরোভার-মার্সিডিজসহ ১১২ দামি গাড়ি উঠছে নিলামে— কেমন গাড়ি, কতো দাম

ল্যান্ডরোভার-মার্সিডিজ বেঞ্চ-বিএমডব্লিউসহ ১১২টি বিলাসবহুল গাড়ি নিলামে বিক্রি করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। আগামী ৩ ও ৪ নভেম্বর কারনেট সুবিধায় আসা এসব গাড়ির এই নিলাম অনুষ্ঠিত হবে। ইলেকট্রনিক নিলামের (ই-অকশন) মাধ্যমে গাড়িগুলো বিক্রি করা হবে।

১ থেকে ৩ কোটি টাকা মূল্যের এসব গাড়ি নিলামে কম দামে পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গাড়িগুলোর মধ্যে রয়েছে মিৎসুবিসি ২৬টি, মার্সিডিজ বেঞ্চ ২৫টি, বিএমডব্লিউ ২৫টি, ল্যান্ডরোভার ৭টি, ল্যান্ডক্রুজার ৭টি, একটি সিআরভি, লেক্সস ৬টি, ফোর্ড ৫টি, জাগুয়ার ৩টি, একটি দাইয়ু ও একটি হোন্ডাসহ নামিদামি ব্রান্ডের গাড়ি।

কেমন গাড়ি, কতো দাম

৪ কোটি টাকার ল্যান্ড রোভার (চেসিস নম্বর SALLMAMA33A138536), ১ কোটি ৬১ লাখ টাকার মিৎসুবিসি জিপ (JMALYV75W2J000312), ২ কোটি ২৩ লাখ টাকার মার্সিডিজ বেঞ্জ জিপ (WDC1631542X706971), ১ কোটি ৫৫ লাখ টাকার ল্যান্ড রোভার জিপ (SALLSAA136A974340), ২ কোটি ১২ লাখ টাকার লেক্সাস জিপ (JTJHK31U802028078), ১ কোটি ৭৪ লাখ টাকার মিৎসুবিসি পাজেরো (JMALYV75WIJ000333), ১ কোটি ৬১ লাখ টাকার মার্সিডিজ (WDC1631572A532849), ৩ কোটি ৪৫ লাখ টাকার রেঞ্জ রোভার (SALLMAM536A211299), ৩ কোটি ৪৬ লাখ টাকার রেঞ্জ রোভার (SALLMAM337A247986), ১ কোটি ৯২ লাখ টাকার বিএমউব্লিউ (WBAFA52040LM56547), ২ কোটি ২৯ লাখ টাকার টয়োটা (BT07FZE), ৪ কোটি ৫ লাখ টাকার ল্যান্ড রোভার (SALLSAA536A937332), ১ কোটি ৬২ লাখ টাকার বিএমউব্লিউ এক্স ফাইভ (A8MUJ), ৩ কোটি ৫২ লাখ টাকার বিএমউব্লিউ এক্স ফাইভ জিপ, ৩ কোটি ২০ লাখ টাকার ল্যান্ড ক্রুজার জিপ (JT111WJA005002926), ৩ কোটি ৬০ লাখ টাকার ল্যান্ড ক্রুজার (JTFHC05J104026476), ৪ কোটি ৩০ লাখ টাকার ল্যান্ড রোভার (SALLSAA335A909690), ২ কোটি ৭৮ লাখ টাকার বিএমউব্লিউ (FV51ARF), ২ কোটি ২৭ লাখ টাকার মিৎসুবিসি শোগান (JMAORK9603J000331), ৪ কোটি ৩০ লাখ টাকার রেঞ্জ রোভার (SALLMAM336A220098), ৩ কোটি ৭০ লাখ টাকার বিএমউব্লিউ এক্স ফাইভ জিপ স্পোর্টস (WBAFB52040LT83001), ৪ কোটি ৫ লাখ টাকার ল্যান্ড রোভার, ২ কোটি ৭৯ লাখ টাকার লেক্সাস জিএস ৪৫০ এইচ (JTHB0968405005295), ৩ কোটি ৭০ লাখ টাকার বিএমউব্লিউ জিপ, ১ কোটি ৯৯ লাখ টাকার মিৎসুবিসি শোগান (JMALYV75W4J000138), ২ কোটি ৮ লাখ টাকার মার্সিডিজ (WDC1631572A507253)সহ আরও নানা গাড়ি।

এক দশক আগে পর্যটক সুবিধার সুযোগ নিয়ে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব গাড়ি এনেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পর্যটকেরা। তবে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করায় গাড়িগুলো আটকে দেয় চট্টগ্রাম কাস্টমস। ব্যাংক গ্যারান্টি দিয়ে খালাসের শর্ত আরোপ করে দেওয়া হলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পর্যটকরা গাড়িগুলো আর খালাস করেননি। ফলে দামি এই গাড়িগুলো চট্টগ্রাম বন্দরেই পড়ে থাকে।

আগ্রহী কেউ গাড়িগুলো দেখতে চাইলে জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের ছবিসহ চট্টগ্রাম কাস্টমসসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করে পাস নিয়ে দেখতে পারবেন। গাড়ি পরিদর্শনের তিন দিন আগে পাসের আবেদন করতে হবে। গাড়ি পরিদর্শনের সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ থেকে ২৮ অক্টোবর এবং ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর।

কাস্টমসের শর্ত অনুযায়ী, এই নিলামে যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। নিলামে অংশ নেওয়ার সময় শিডিউলের সঙ্গে ব্যক্তির ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপি ও টিআইএন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। অন্যদিকে প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন সনদ অথবা টিআইএন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে।

টেন্ডার আবেদন খামবন্ধ অবস্থায় জমা দিতে হবে চট্টগ্রাম, ঢাকা, সিলেট ও মোংলা কাস্টমস অফিসে রাখা টেন্ডার বাক্সে।

অনলাইনে নিলামে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণেও অংশ নিতে পারবেন ক্রেতারা। আগামী ১৮ অক্টোবর সশরীরে বা অনলাইন প্ল্যাটফর্মে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

আগ্রহী দরদাতাদের আগামী ৩ নভেম্বর সকাল ৯টা থেকে ৪ নভেম্বর দুপুর ১টার মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের ওয়েবসাইট www.chc.gov.bd অথবা জাতীয় রাজস্ব বোর্ডের www.nbr.gov.bd ওয়েবসাইটের ই-অকশন লিংকে ঢুকে দরপত্র দাখিল করতে হবে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!