চট্টগ্রামে র‌্যাবের নতুন ক্যাম্প হাটহাজারীতে, নজরদারিতে ৫ উপজেলা

চট্টগ্রামের হাটহাজারীতে নতুন ক্যাম্প চালু করলো র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। হাটহাজারী ক্যাম্পের সদস্যরা উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, কাপ্তাইসহ রাঙ্গামাটি অঞ্চলে অপরাধ দমনে কাজ করবেন।

রোববার (১৪ জুন) দুপুরে হাটহাজারীতে র‌্যাবের নতুন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘এলিট ফোর্স র‌্যাব প্রতিষ্ঠার পর থেকে মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, সন্ত্রাস ও অপরাধ দমনের মাধ্যমে দেশের মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে। সেই আস্থার মর্যাদা দিতে র‌্যাব সদস্যরা জীবনবাজি রেখে কাজ করছে। চট্টগ্রামের আইনশৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর ভূমিকা রাখতে হাটহাজারীতে আমাদের নতুন ক্যাম্প।’

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান, চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক ও হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম।

চট্টগ্রামে র‌্যাবের নতুন ক্যাম্প হাটহাজারীতে, নজরদারিতে ৫ উপজেলা 1

হাটহাজারীতে ক্যাম্প প্রতিষ্ঠায় সবার সহযোগিতার কথা জানিয়ে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘হাটহাজারীতে ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা ছিল আমাদের দীর্ঘদিনের। ভালো জায়গা খুঁজতে র‌্যাবের উচ্চপদস্থ কর্মকর্তারা একাধিকবার হাটহাজারী এলাকা ভিজিট করেছেন। ক্যাম্প প্রতিষ্ঠায় হাটহাজারীর মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের সহযোগিতা করেছেন।’

দায়িত্ব পালনে এলাকাবাসীর সহযোগিতো চেয়ে তিনি বলেন, ‘অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে গিয়ে অনেক সময় আমরা বাধার সম্মুখীন হই। অপরাধীরা আমাদের বাধা দেয়। তখন স্থানীয় জনগণ, জনপ্রতিনিধিরাই আমাদের পাশে থাকেন। আপনারা যেভাবে ক্যাম্প স্থাপনে সহযোগিতা করেছেন সেভাবে দায়িত্ব পালনেও আমরা আপনাদের সহযোগিতা চাই।’

ক্যাম্প উদ্বোধন শেষে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন হালদা নদী পরিদর্শনে যান। তিনি জানান, হালদার জীববৈচিত্র্য রক্ষায় র‌্যাব সদস্যরা কাজ করবেন। পাশাপাশি হালদা থেকে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প (সিপিসি-২) এর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে র‌্যাব-৭ এর মেজর মো. মুশফিকুর রহমানকে। হাটহাজারী ক্যাম্পের সদস্যরা উত্তর চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী, ফটিকছড়ি, কাপ্তাইসহ রাঙ্গামাটি অঞ্চলে অপরাধ দমনে কাজ করবেন।

এফএম/এসএস/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!