চট্টগ্রামে রেলের ১১৫ ইঞ্জিন প্রস্তুত ঈদে যাত্রীসেবায়

ঈদে যাত্রীসেবায় ১১৫ ইঞ্জিন প্রস্তুত করেছে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চল। রেল পূর্বাঞ্চল মেয়াদোত্তীর্ণ ৬৮টি ইঞ্জিনসহ মোট ৮৮টি ইঞ্জিন মেরামত করেছে।

এছাড়া বিদেশ থেকে আমদানি করা ২৭টি নতুন ইঞ্জিনও প্রস্তুত রয়েছে। সব মিলিয়ে প্রস্তুত রয়েছে মোট ১১৫টি ইঞ্জিন।

সোমবার (২৫ এপ্রিল) রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলী কারখানা ডিজেলশপ সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়, রেলওয়ে পূর্বাঞ্চলে ৮৮টি পুরাতন ইঞ্জিনের মধ্যে ৬৮টি মেয়াদোত্তীর্ণ। এসব মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন মেরামত করা হয়েছে যাত্রীসেবায়। এছাড়া বিদেশ থেকে আমদানি করা নতুন ২৭টি ইঞ্জিনও প্রস্তুত রাখা হয়েছে যাত্রীসেবায়।

রেল পূর্বাঞ্চল পাহাড়তলী কারখানা ডিজেলশপে কর্ম ব্যবস্থাপক রাজীব কুমার দেবনাথ বলেন, ‘ঈদে যাত্রীদের ঝামেলাহীন যাত্রা নিশ্চিত করতে নতুন-পুরাতন মিলিয়ে ১১৫টি ইঞ্জিন প্রস্তুত করা হয়েছে।’

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!