চট্টগ্রামে ‘মীনাবাজারে’ মাংস প্রসেস হয় নোংরা পরিবেশে, বিক্রি হয় নিম্নমানের খাদ্যপণ্য

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা তিন লাখ টাকা

চট্টগ্রাম নগরীর নাসিরাবাদের সুপারশপ ‘মীনাবাজারে’ খুবই নোংরা পরিবেশে মাংস প্রসেস করে বিক্রি করা হচ্ছিল ক্রেতাদের কাছে। শুধু তাই নয়, সেখানে বিক্রি হওয়া খাদ্যপণ্যের অনেকগুলোই বেশ নিম্নমানের। এমনকি বেকারিপণ্যে মেয়াদেরও কোনো বালাই নেই।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত এক ঝটিকা অভিযানে গিয়ে এমন সব প্রতারণার ঘটনা হাতেনাতে ধরে ফেলে।

অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়, সুপারশপ ‘মীনাবাজারে’ মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধিও। সেখানে কর্মরত কর্মচারীদের স্বাস্থ্য সনদ তো নেই-ই, এমনকি তারা করোনার টিকা নেওয়ার সনদও দেখাতে পারেনি।

এমন সব অভিযোগ প্রমাণিত হওয়ায় নগরীর নাসিরাবাদের সুপারশপ ‘মীনাবাজার’কে তিন লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

একই দিন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অন্য এক অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা এবং মাংসবিহীন দিবসে মাংস বিক্রির দায়ে নগরীর অমরচাঁদ রােড ও ফিরিঙ্গীবাজার এলাকার ১২ জন দোকানদারকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!