চট্টগ্রামে মহাসমাবেশ ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত নেতাকর্মীরা

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত নগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মহাসমাবেশে অংশ নিতে প্রতিটি এলাকায় গিয়ে লিফলেট বিতরণ থেকে শুরু করে ব্যানার-পোস্টার টাঙানো হয়েছে। এছাড়া ছোট গাড়িতে মাইকিং করেও প্রচারণা চালানো হচ্ছে।

শনিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন রাস্তায় নেতাকর্মীদের শেষ প্রচার-প্রচারণা করতে দেখা গেছে।

সন্ধ্যা ৬টায় পলোগ্রাউন্ড থেকে টাইগারপাস পর্যন্ত মিনি ট্রাকে করে বিশাল শোভাযাত্রা বের করে নগর আওয়ামী লীগের নেতারা। মাইকে বাজছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ সফল করার ভাষণ।

খুলশী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ হোসেন হিরন বলেন, ‘আমরা সকাল ৯টায় টাইগারপাস এমপ্লয়িজ গালর্স হাই স্কুলে জমায়েত দেবো। সকাল ১১টায় পলোগ্রাউন্ড মাঠে প্রবেশ করবো। কর্মীদের জন্যও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।’

এ বিষয়ে জানতে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মুঠোফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!