চট্টগ্রামে মহসিন কলেজে ছাত্রলীগ নেতা রক্তাক্ত, নোটিশ গেল সেই নাঈমের কাছে

চট্টগ্রাম নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে ছাত্রলীগ নেতার ওপর হামলার ঘটনায় কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী নাঈমকে কারণ দর্শাতে বলা হয়েছে।

শনিবার (২৬ মার্চ) চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিনদিনের মধ্যে নাঈমকে কারণ জানাতে বলা হয়েছে।

কলেজে তার উপস্থিতিতে কেন শৃঙ্খলা পরিপন্থী কাজ সংঘটিত হয়েছে এবং কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবেনা সেটি তিনদিনের মধ্যে জানাতে বলা হয়েছে কাজী নাঈমকে।

এর আগে, শনিবার মহসিন কলেজ স্বাধীনতা দিবসের আলোচনা সভায় কলেজ ছাত্রলীগের আহ্বায়কের কাজী নাঈমের উপস্থিতিতে যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পলাশের ওপর হামলা করা হয়।

কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে পলাশ এবং মামুনের নেতৃত্বে অনুসারীরা আলোচনা সভায় প্রবেশের সময় নাঈম ও মিজান গ্রুপের অনুসারীরা তাদের বাধা দেয়। পরে বাধা সরিয়ে প্রবেশ করতে চাইলে নাঈমের অনুসারী হৃদয় কাঠের ভাঙা অংশ দিয়ে পলাশে মাথায় আঘাত করে। এ সময় কাঠে থাকা পেরেক পলাশের মাথায় বিঁধে যায়।

পরে গুরুতর আহত আনোয়ার পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!