চট্টগ্রামে মদের কন্টেইনার মিলছে একের পর এক

চট্টগ্রাম বন্দরের ভেতর থেকে আরও এক কন্টেইনার মদ জব্দ করেছে কাস্টমস কতৃপক্ষ।

রোববার (২৪ জুলাই) দুপুরে কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা চালানটি জব্দ করে।

এর আগে শুক্রবার দিনগত রাতও নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে মদভর্তি দুটি কনটেইনার জব্দ করেছিল কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস সূত্র জানায়, নীলফামারীর উত্তরা ইপিজেটের ‘ডং জিন ইন্ডাস্ট্রিয়াল বিডি’ নামের একটি কোম্পানি চীন চালানটি আমদানি করে। গত ১৬ জুলাই এটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে। চালানটি খালাসের জন্য ২০ জুলাই বিল অব এন্ট্রি দাখিল করে আমদানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ এজেন্ট জাফর আহমেদ।

পলিস্টার টেক্সচার্ড সুতা ঘোষনায় চালানটি আমদানি করা হয়েছিল। কিন্তু গোপন সূত্রে কন্টেইনারে মদ থাকার সংবাদ পেয়ে এআইআর শাখা চালানটি লক করে দেয়।

চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক বলেন, ‘বন্দরের ভেতর থেকে এক কন্টেইনার মদ জব্দ করা হয়েছে। কন্টেইনারটিতে ইনভেন্ট্রির কাজ চলছে। তবে বৃষ্টির কারণে কাজ করতে একটু বিঘ্ন ঘটছে।’

এর আগে শুক্রবার দিনগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে মদভর্তি দুটি কনটেইনার জব্দ করেছিল কাস্টমস কর্মকর্তারা।

মিথ্যা ঘোষণায় চালানটি চট্টগ্রাম বন্দর থেকে খালাস করা হয়েছিল। যেখানে প্রায় ২৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!