চট্টগ্রামে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারদের স্বাস্থ্য সুরক্ষা কমিটি গঠন

চট্টগ্রাম জেলায় কর্মরত শিক্ষা ক্যাডারের সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা নিশ্চিতের জন্য গঠন করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা কমিটি বিসিএস সাধারণ শিক্ষা পরিবার।

এ কমিটির সভাপতি করা হয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্ত্তীকে। এছাড়া সরকারী সিটি কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আমিরুল মোস্তফাকে সাধারণ সম্পাদক, বাকলিয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেনকে অর্থ সম্পাদক করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীমও যুক্ত রয়েছেন এ কমিটিতে। এছাড়া চট্টগ্রামের সকল সরকারি কলেজের অধ্যক্ষকে যুক্ত করে গঠন করা হয় উপদেষ্টা কমিটি।

মঙ্গলবার (৭ জুলাই) এ কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৫ জুন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর অঞ্জন নন্দীর আহবানে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল।

এতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সচিব, চট্টগ্রামের বিভিন্ন সরকারী কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন কলেজের শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।

এতে আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষা কমিটির এই উদ্যোগের ফলে ইতোমধ্যেই করোনা আক্রান্তসহ অন্যান্য রোগে আক্রান্তরা সেবা পেয়েছেন। অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। কমিটির রয়েছে হেল্পলাইন নাম্বার। যে কোনো সময় এই নাম্বারগুলোতে কল করলে সংশ্লিষ্টদের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অ্যাম্বুলেন্সসহ নানা সহযোগিতা এ কমিটি নিশ্চিত করেছে। সম্মিলিত উদ্যোগের ফলে দ্রুত অক্সিজেন সরবরাহও নিশ্চিত করা সম্ভব হয়েছে।’

তারা আরও বলেন, ‘১১ সদস্যের চিকিৎসক প্যানেল প্রতিদিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত টেলিমেডিসিন সেবা দিয়ে আসছেন এ কমিটির আহবানে সাড়া দিয়ে। কঠিন একটি সময়ে এ ধরণের উদ্যোগ চট্টগ্রাম জেলায় কর্মরত শিক্ষা ক্যাডার পরিবারের জন্য বিরাট আশ্রয়। বিভিন্ন মহলে উদ্যোগটি ব্যাপকভাবে সাড়া ফেলেছে। শিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় সচিব এই উদ্যাগকে স্বাগত জানিয়ে অন্যান্য জেলাতে এ ধরণের কার্যক্রম হাতে নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন। সুরক্ষা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুরোধে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও সিভিল সার্জনসহ বিভিন্ন হাসপাতাল সহযোগিতার হাত বাড়িয়েছে।’

তারা বলেন, ‘ইতোমধ্যে চট্টগ্রামে কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রায় সকল সদস্য, পার্শ্ববর্তী তিন পার্বত্য জেলা ও কক্সবাজারে কর্মরত বিসিএস শিক্ষা ক্যাডারদেরও চট্টগ্রাম মহানগরীতে এই সেবার আওতায় রাখা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদেরও করোনাকালীন সময়ে এ কমিটি স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে।’

এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!