চট্টগ্রামে বিপিএলের দ্বিতীয় পর্ব শুরু মঙ্গলবার

টিকিট মিলছে সোমবার থেকে

ঢাকা-চট্টগ্রাম-ঢাকা-সিলেট-ঢাকা। এভাবেই এবারের বঙ্গবন্ধু বিপিএলকে পাঁচ পর্বে বিভক্ত করা হয়েছে। এরই মধ্যে বিপিএলের ঢাকা পর্বের খেলা শেষ হয়ে গিয়েছে। এখন অপেক্ষা দ্বিতীয় পর্ব— চট্টগ্রাম পর্বের খেলার। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শুরু হবে বঙ্গবন্ধু বিপিএলের ১২ ম্যাচের চট্টগ্রাম পর্বের খেলা।

চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং রাজশাহী রয়্যালস। আর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লড়বে সিলেট থান্ডারের বিপক্ষে।

বুধবার (১৮ ডিসেম্বর) দ্বিতীয় পর্বের তৃতীয় ম্যাচে মাঠে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স এবং রংপুর রেঞ্জার্স। দিনের অপর ম্যাচে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

একদিনের বিরতিতে মাঠে গড়াবে খুলনা টাইগার্স বনাম রংপুর রেঞ্জার্সের মধ্যকার ম্যাচ। পরের ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং কুমিল্লা ওয়ারিওর্স। পরদিন (২১ ডিসেম্বর) খুলনা টাইগার্স খেলবে সিলেট থান্ডারের বিপক্ষে এবং চট্টগ্রাম খেলবে রংপুরের বিপক্ষে।

২২ ডিসেম্বর রাখা হয়েছে বিরতি। বিরতির পরদিন (২৩ ডিসেম্বর) যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে কুমিল্লা ওয়ারিয়র্স এবং খুলনা টাইগার্সকে খেলতে হবে রাজশাহী রয়্যালসের বিপক্ষে।

চট্টগ্রাম পর্বের শেষ দিনে (২৪ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন খেলবে সিলেট থান্ডারের বিপক্ষে এবং কুমিল্লা ওয়ারিয়র্স খেলতে নামবে রাজশাহী রয়্যালসের প্রতিপক্ষ হয়ে।

প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী রয়্যালস। ২ ম্যাচের দুইটিতেই জয় রয়েছে তাদের। দ্বিতীয় অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ৩ ম্যাচে ২ জয় এক হারে তাদের পয়েন্ট ৪। ৩ ম্যাচে ২ জয় এক হারে রান রেটে পিছিয়ে থাকার কারণে টেবিলের ৩ নম্বর দল হিসেবে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

১ ম্যাচে ১ জয় নিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে খুলনা টাইগার্স। দুই মায়চে এক জয় এক হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম অবস্থানে রয়েছে কুমিল্লা ওয়ারিয়র্স। আর সিলেট থান্ডার এবং রংপুর রেঞ্জার্স এখনও জয়ের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতে যথাক্রমে ৬ষ্ঠ এবং ৭ম নম্বরে অবস্থান করছে।

চট্টগ্রামে টিকিট পাবেন যেভাবে
প্রতিবারের মতো ঢাকায় দর্শক খরা ছিল এবারও। চট্টগ্রামে দেখা যায় না তেমনটা। এবার কেমন দর্শক হয় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে সেটাই দেখার বিষয়।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নগরীর দুই জায়গায় মিলবে টিকিট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন টিকিট বুথ (ভিটাক মোড়) ও এম এ আজিজ স্টেডিয়ামে পাওয়া যাবে টিকিট।

এছাড়া অনলাইনেও (www.shohoz.com, www.paypoint.com.bd, www.gadgetbangla.com) মিলবে টিকিট।

টিকিটের মূল্য
গ্র্যান্ড স্ট্যান্ড : ১,৫০০ টাকা
রুফ টপ : ১,০০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড : ৫০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড : ৩০০ টাকা
ইষ্টার্ন স্ট্যান্ড : ২০০ টাকা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!